শনিবার

School, Collage, University ADMISSION

Admission Form এখন নিজের মোবাইলে


School Admission, collage admission, University Admission সহ সকল প্রকার Admission এর জন্য এখন ঘরে বসেই আপনার মোবাইল থেকে Apply করুন আপনি নিজেই।


admission, মোবাইলে ভর্তি ফর্ম, অনলাইন ভর্তি
ভর্তি ফর্ম

Admission Form  পূরণের জন্য নিচ থেকে পছন্দের মেনুতে ক্লিক করুনঃ


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশাকরি তোমরা নিজ নিজ বিষয়ে পছন্দ সই প্রতিষ্ঠানে এডমিশন নিতে পারবে। তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোন সমস্যার সমাধানে আমরা সর্বদা সচেষ্ট।


Admission সম্পর্কিত নির্দেশাবলীঃ

  • অনলাইনে ফর্ম পূরণের সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজ পত্র সাথে রাখুন।
  • ফর্ম পূরণের পর মিলিয়ে দেখুন সঠিক নিয়মে পূরণ করা হয়েছে কি না।
  • একটি সক্রিয় মোবাইল নম্বর সাথে রাখুন, যেটি পরবর্তীতে সচল থাকবে।
  • বিকাশ/সিটিসেল, যে ব্যাংকিং সিস্টেমে টাকা পেইড করতে হবে, সেই মাধ্যমে প্রয়োজনীয় টাকা ব্যালেন্স রাখুন।
  • মেগাবাইট বা এমবি কিনে রাখুন যাতে অনলাই বা ইন্টারনেট কানেকশন সচল থাকে।
  • পরামর্শ বা হেল্প করতে পারে এমন কাওকে সংগে রাখার চেষ্টা করুন।
  • আইডি ও পাসওয়ার্ড সেভ করে রাখুন।
  • ফর্ম পূরণের ভুল ধরা পড়লে পাসওয়ার্ড দিয়ে লগিন করে এডিট করুন।
  • মোবাইলে আগে থেকেই নিজের ছবি তুলে রাখুন এবং তা প্রয়োজনে অনলাইন এডিটর যেমন - পিক-রিসাইজার এর মাধ্যমে পছন্দ মাফিক এডিট করে নিন।
  • পিক রিসাইজার বা মোবাইল এডিটরের মাধ্যমে প্রয়োজনীয় কাগজাদির ছবি তুলে এডিট করে রাখুন।
  • ফর্ম পূরণের পর স্ক্রিনশট করে অথবা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে রাখুন।
  • যে প্রতিষ্ঠানে এডমিশন নিতে চান সেই প্রতিষ্ঠানের ওয়েব সাইটে ঘুরে আসুন এবং সমস্ত নিয়ম কানুন দেখে নিন।
  • প্রয়োজনে ভর্তি সম্পর্কিত পত্রিকার বিজ্ঞপ্তি সংগে রাখুন।
  • আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানে ভর্তি হবার যোগ্যতা বা প্রয়োজনীয় গ্রেড পয়েন্ট আছে কিনা যাচাই করে নিন।
  • 1timeschool.com মোবাইলে সেভ করে রাখুন এবং আমাদের সাহায্য নিতে কমেন্ট বক্সে ই-মেইল সহ কমেন্ট করে রাখুন।

সকলের শুভকানা করছি।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon