বুধবার

টিউবওয়েল চেয়ে চেয়ারম্যানের নিকট আবেদন পত্র

আর্সেনিকমুক্ত বিশুদ্ধ ও গভীর টিউবওয়েল স্থাপনের জন্য চেয়ারম্যান বরাবর আবেদন পত্র।


এখানে যা থাকছে---

  • টিউবওয়েল স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট পত্র
  • টিউবওয়েল স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর পত্র
  • টিউবওয়েল বা নলকূপ চাহিয়া আবেদন পত্র

টিউবওয়েল স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট পত্র, টিউবওয়েল স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর পত্র, টিউবওয়েল বা নলকূপ চাহিয়া আবেদন পত্র
টিউবওয়েল চাহিয়া আবেদন পত্র

প্রশ্নঃ এলাকায় পানির অভাব দূরকরণে/পরিষ্কার পানির ব্যবস্থা কল্পে টিউবওয়েল (Tube-Well) স্থাপনের জন্য ইউনিয়ন চেয়ারম্যান /উপজেলা চেয়ারম্যান /অধিকারক বরাবর একটি আবেদন পত্র লিখ।



তারিখঃ ০১-০১-২০৪০

চেয়ারম্যান,

রসুলপুর ইউনিয়ন পরিষদ,

কাশিমপুর।


বিষয়ঃ এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য আবেদন পত্র।


জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা কাশিমপূর উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সবুরপুর গ্রামের অধিবাসী। আমাদের গ্রাম রসুলপুর ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ গ্রাম। ঘনবসতিপূর্ণ গ্রাম হওয়া সত্ত্বেও সবুরপুর গ্রামে দূষণমুক্ত, আর্সেনিকমুক্ত পানি ও জলের অভাবে গ্রামের জনগণ প্রতিদিন নানানরকম জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। গভীর নলকূপের অভাবে গ্রামে থাকা স্বল্পসংখ্যক টিউবওয়েল গ্রীষ্মকালে পানিশূন্য হয়ে পড়ে এছাড়া বেশিরভাগ টিউবওয়েলি আর্সেনিকযুক্ত। ফলে জনগণের দুর্ভোগ বছরের বেশিরভাগ সময়ি চরমরূপ ধারণ করে। এমতাবস্থায়, সবুরপুর গ্রামের চৌরাস্তার মোড়  সহ জনবহুল স্থানে আর্সেনিকমুক্ত, বিশুদ্ধ ও গভীর টিউবওয়েল বা নলকূপ স্থাপন অতীব জরুরী হয়ে দাড়িয়েছে।


অতএব, আপনার নিকট বিনীত নিবেদন আমাদের গ্রামের জনবহুল স্থানে বিশেষ করে সবুরপুর চৌরাস্তার মোড়ে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করে গ্রামবাসীর সার্বিক মঙ্গল কামনা করবেন।


বিনীত নিবেদক,

সবুরপুর গ্রামবাসীর পক্ষে,

১. রদ্দুর          স্বাক্ষর-

২. নুরুল          স্বাক্ষর-

৩. আমির        স্বাক্ষর-




আপনার যে কোনো মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon