বৃহস্পতিবার

Completing Sentence এ Phrase and Idioms এর ব্যবহার

HSC Completing Sentence - Phrase and Idioms এর ব্যবহার


এখানে যা থাকছে---

  • Completing sentence
  • HSC completing sentence by phrase and idioms
  • গুরুত্বপূর্ণ phrase and idioms
  • HSC phrase and idioms for completing sentence

Completing sentence, HSC completing sentence by phrase and idioms, গুরুত্বপূর্ণ phrase and idioms, HSC phrase and idioms for completing sentence
Completing sentence - Phrase & Idioms


  • Be born - জন্ম গ্রহণ করা।

কোনো ব্যক্তি থেকে বা প্রাণীর ডিম থেকে বা মায়ের দেহ থেকে জন্ম নিলে be born বসে। ইংরেজিতে be বলতে am/is/are/was/were বোঝানো হয় বলে, be born বলতে am/is/are/was/were + born কে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ be born = am born/ is born/ are born/ was born/ were born.

যেমন- 

Sixty dogs were born this winter - এই শীতে ৬০ টি কুকুর জন্ম গ্রহণ করেছিল।

My mother was born in 1971 - আমার মা ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেছিল।


  • Have to/ has to/ have got to/ has got to/ had to - করতে হবে বা অবশ্যই।

অবশ্যই করা উচিত বা কোনো কিছু করতে হবে বোঝাতে বা must শব্দের অর্থ বোঝাতে বা অবশ্যই অর্থে Have to/ has to/ have got to/ has got to/ had to ব্যবহৃত হয়। অতীত কালে কিছু করতে হয়েছিল অর্থে had to বসে এবং বর্তমান ও ভবিষ্যতে কিছু করতে হবে বোঝাতে Have to/ has to/ have got to/ has got to শব্দ গুলো বসে। অর্থাৎ  Have to/ has to/ have got to/ has got to এর ২য় রূপ বা past form হল had to.

যেমন- 

He had to do the work - তাকে কাজটি করতে হয়েছিল।

I have to go there - আমাকে সেখানে যেতে হবে।


  • Be to - হতে।
  • Would rather - বরং।

আমি বরং মরব তবু ভিক্ষা করবো না, আমি বরং পড়ব তবু বাড়ি যাব না- এমন অর্থ বোঝাতে would rather বসে। এছাড়া একটির পরিবর্তে অন্যটি পছন্দ করবো বোঝাতে would rather বসে।


  • Had better - ভাল ছিল বা ভালো সময়।

উপযুক্ত সময় বোঝাতে, উপদেশ দিতে, পরামর্শ দিতে বা কিছু করার সঠিক সময় বোঝাতে had better ব্যবহার করা যায়। Had better এর পর not ব্যবহার করে উপযুক্ত সময় নয় বোঝানো যেতে পারে।


  • Let alone - হস্তক্ষেপ না করা বা ভাবা যায় না এমন।

কারো দ্বারা কিছু করার কথা কল্পনা করা যায় না এমন অর্থে let alone ব্যবহার করা হয়ে থাকে। সে বাংলায় পড়তে পারে না আর ইংরেজি পড়ার কথা তো ভাবায় যায় না- সে পরীক্ষায় পাশ করবে কিনা সন্দেহ আর এ+ পাওয়ার কথা তো ভাবায় যায় না- এমন অর্থ বোঝাতে let alone ব্যবহার করা হয়ে থাকে। Let alone এর পর যে কাজটি করা অসম্ভব সেই কাজটি লিখতে হয়।  Let alone A+ অর্থ এ+ এর কথা ভাবায় যায় না। 



  • What if - তাহলে কি করে হবে।

সাধারন্ত কোনো কিছু ঘটলে সমস্যা হবে এমন ভাব প্রকাশের জন্য প্রশ্ন করতে what if বসে। সাধারন্ত বর্তমানের কোনো সমস্যার কারনে ভবিষ্যতে কাজটি কি করে সম্পন্ন হবে এমন ভাবনা থেকে যে প্রশ্ন মনে আসে তা বোঝাতে what if ব্যবহার করা হয়। হাতে সময় কম, যদি ট্রেনটি দেরি করে আসে তাহলে কি করে হবে? - এমন অর্থ বোঝাতে প্রশ্নবোধক বাক্যের শুরুতে what if বসে।


  • As if/As though - যেন।

সাধারণত অবাস্তব কল্পনা বা অসম্ভব কাজ বা অবাস্তব ভাব ভঙ্গি প্রকাশ করতে As if/As though ব্যবহার করা হয়। As if/As though এর পর subject একজন ব্যক্তি বা বস্তু হলে subject এর পর were এবং বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তু হলে subject এর পর was বসে। সে এমন ভাব করছে যেন সে একজন প্রেসিডেন্ট- এমন বাক্যে As if/As though ব্যবহার করা হয়।


  • As soon as - যত তাড়াতাড়ি সম্ভব।

যত তাড়াতাড়ি সম্ভব বা ঘটনাটি ঘটা মাত্রই অর্থে as soon as ব্যবহার করা হয়ে থাকে। সে স্টেশনে পৌছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিয়েছিল- As soon as he reached the station then the train left 


  • What is.... like - ইহা কেমন।

কিছু দেখতে কেমন, পড়তে কেমন বা শুনতে কেমন বা কিছু কেমন বোঝাতে প্রশ্নবোধক বাক্যে What is.... like ব্যবহার করা হয়। বইটি কেমন? What is the book like? লোকটি কেমন? - এমন প্রশ্ন করতে What is.... like ব্যবহার করা হয়।


  • What does.... look like - দেখতে কেমন লাগে।

কিছু দেখতে কেমন এমন প্রশ্ন বোধক বাক্য গঠণের সময় বাক্যে সাহায্যকারী verb না থাকলে what does----look like ব্যবহার করা হয়।

যেমন-

সে দেখতে কেমন? what does she look like?


  • It - এটি।

বাক্যে অন্য কোনো subject ব্যবহার করা না গেলে এবং বাক্যটির subject আপাতকালীন এবং ক্ষণস্থায়ী হলে be verb তথা am/is/was/were এর আগে subject হিসেবে it ব্যবহার করা হয়। ইহাতে ভুল খোজা সহজ- it is easy to find fault এমন অর্থে বাকের শুরুতে it ব্যবহার করা হয়।


  • There - সেখানে।

Be verb এর পূর্বে, seem/ appear/ occur/ happen/ live শব্দ গুলোর পূর্বে অনেক সময় there বসে। সেখানে, সংখ্যা এবং কোনো এক স্থানে অর্থে বাক্যের শুরুতে there ব্যবহার করা যায়।

যেমন-

There is a book on the table.

There lived an old man in our village.


  • Lest......should/might - পাছে ভয় হয় এমন।

পাছে খারাপ কিছু হয় এর ভয়ে কিছু করা উচিৎ এমন বোঝাতে Lest......should/might ব্যবহার করা হয়। দ্রুত দৌড়াও পাছে তুমি ট্রেনটি মিস করে ফেল - Run fast lest you should miss the train - এমন বোঝাতে lest ব্যবহার করা হয়।


  • It is high time/It is time - এটিই উপযুক্ত সময়/এটিই সময়।

কোনো কাজ করার উপযুক্ত সময় বোঝাতে বা কাজটি করার সঠিক সময় বোঝাতে It is high time/It is time ব্যবহার করা হয়। It is high time/It is time এর পর to বসালে এর পর যে verb বসে তার প্রথম রূপ বা present form হয় কিন্তু to না বসিয়ে subject বসালে তবে subject এর পর verb এর ২য় রূপ বা past form বসাতে হয়, কিন্তু বাক্যের অর্থ present tense এই হয়। 

যেমন-

রুমে প্রবেশ করার এটাই তোমার উপযুক্ত সময়- it is high time you entered the room, রুমে প্রবেশ করার এটাই উপযুক্ত সময় - it is high time to enter the room.


  • I wish/I fency/I like/Would that/oh that - আমি চাই/আমি চাই/আমি চাই/কি/ওহ যে।

if এর পরিবর্তে ভাববাক্যে এগুলো ব্যবহার করা হয়। সাধারন্ত ইচ্ছা প্রকাশ করতে বাক্যের শুরুতে I wish/I fency/I like/Would that/oh that ব্যবহার করা হয় এবং এগুলোর পর পুনারয় subject ব্যবহার করা হয় এবং subject এর পর were বসাতে হয় এবং সামর্থ বা সম্ভাবনার ক্ষেত্রে could/might বা মডাল varb এর ২য় রূপ বসাতে হয়।

যেমন-

I wish I were a bird- আমি যদি পাখি হতাম।

I wish I could fly like a bird- আমি যদি পাখির মত উড়তে পারতাম।


  • No sooner had----than/Scarcely had---when/ Scarcely had---before/Hardly had----when - যত তাড়াতাড়ি না।

কোনো কাজ ঘটতে না ঘটতেই অন্য আরেকটি কাজ ঘটে গেলে এগুলো ব্যবহার করা হয়। যেতে না যেতেই, খেতে না খেতেই, ঘটতে না ঘটতেই এমন অর্থে No sooner had----than/Scarcely had---when/ Scarcely had---before/Hardly had----when ব্যবহার করা হয়। 

যেমন-

No sooner had I reached the station than the train left-আমি স্টেশনে পৌছাতে না পৌছাতেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল।


  • In spite of/ Despite/ notwithstanding - সত্ত্বেও/ সত্ত্বেও/ সত্ত্বেও।

কোনো কাজ সংঘটিত হওয়ার পর যা হওয়ার কথা তা না হয়ে অন্যকিছু ঘটলে বা আশানুরূপ কিছু হওয়া সত্ত্বেও অন্যকিছু হলে বাক্যের শুরুতে In spite of/ Despite/ notwithstanding ব্যবহার করা হয়।

যেমন-

সে গরীব হওয়া সত্ত্বেও সৎ- In spite of his bing poor he is honest.


  • On account of/ Because of/Due to/Owing to - কারণে/কারণে/কারণে/কারণে।

কারণে বা জন্যে অর্থে On account of/ Because of/Due to/Owing to ব্যবহার করা হয়। কিছু করার কারণে কিছু ঘটলে On account of/ Because of/Due to/Owing to ব্যবহার করা যায়।

যেমন-

সে গরীব হওয়ার কারণে খেতে পারে না- Because of his bing poor he can not eat. 


  • Instead of/In lieu of/In place of- পরিবর্তে/এর পরিবর্তে।

কিছু করার কথা থাকলেও তার পরিবর্তে অন্য কিছু করলে Instead of/In lieu of/In place of ব্যবহার করা হয়।

যেমন-

He went to Dhaka instead of going to Khulna- সে খুলনা যাবার পরিবর্তে ঢাকা গিয়েছিল।


  • In case of - জন্য।

হঠাৎ কিছু ঘটার কারণে অন্য একটি কাজে প্রভাব ঘটলে in case of ব্যবহার করা হয়।

যেমন-

হঠাৎ যদি বৃষ্টি আসে তবে আমি স্কুলে যাবো না- In case of rain I shall not go to school.


Can not but/Can not help - না করে পারা যায় না।

অবশ্যই করতে হবে এমন বাক্যে must এর পরিবর্তে can not but/Can not help ব্যবহার করা যায়।

যেমন-

I can not but go there- আমি সেখানে না গিয়ে পারবো না।

 

  • Look forward to(আশা করা)/am used to/is used to/are used to/get used to/am accustomed to/ is accustomed to/are accustomed to/get accustomed to(অভ্যস্ত)- 

আশা করা বা কিছু করায় অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। বাক্যে to এর পর verb বসে এবং verb এর সাথে ing যুক্ত করতে হয়।

যেমন-

He looks forward to receiving his letter- আশা করা যায় সে তার পত্রটি গ্রহণ করেছে।


  • Enough to - যথেষ্ট।

যথেষ্ঠ বা সামর্থ অর্থে enough to ব্যবহার করা হয়।

যেমন-

He is not enough to carry the load- সে ভারটি বহন করার জন্য যথেষ্ট নয়।


  • Provided that/Providing that/On condition that - যে শর্তে/প্রদান করা হয়/শর্তে যে।

শর্ত যুক্ত বাক্যে If বা যদি অর্থে শব্দ গুলো if এর পরিবর্তে ব্যবহার করা যায়।

যেমন-

Provided that the weather is fine, we will start our journy- যদি আবহাওয়া ভালো হয় তবে আমরা যাত্রা শুরু করবো।


  • Unless - যদি না।

If+not কে এক সাথে unless বলে। বাক্যে Unless যুক্ত অংশে subject এর পর verb এর ১ম রূপ থাকলে অন্য অংশে subject এর পর shall/will/can বসে, Unless যুক্ত অংশে subject এর পর verb এর ২য় রূপ থাকলে অন্য অংশে subject এর পর should/would/could বসে, Unless যুক্ত অংশে subject এর পর had+verb এর ৩য় রূপ থাকলে অন্য অংশে subject এর পর should have/would have বসে।


  • Would you mind- অনুগ্রহকরে/দয়াকরে।
  • In order to- জন্যে।

একটি কাজের জন্যে আরেকটি কাজ ঘটলে দুটি কাজের মাঝখানে in order to বসে এবং in order to এর পর সর্বদা verb বসে এবং ব্যবহৃত কাজ বা verb এর সর্বদা প্রথম রূপ বসে।

যেমন-

আমি ভাত খাওয়ার জন্য এখানে আসবো।

I will come here in order to eat rice.


  • In order that- উদ্দেশ্যে বা যাতে করে।

In order that মূলত in order to এর মতই ব্যবহার করতে হয় তবে পার্থক্য হল in order that এর পর verb না বসে বাক্যাংশের noun বা pronoun বা subject বসে।

যেমন-

আমি এখানে আসবো যাতে আমি ভাত খেতে পারি।

I will come here in order that I can eat rice.


  • As if- যেন।

As if এর পর যে subject থাকে তা এক জন ব্যক্তি হলে তার পর were বসে এবং বেশি ব্যক্তি হলে তার পর was বসে।


  • It is about time- উপযুক্ত সময়/সময় সম্পর্কে।
  • Blow one's own trumpet- নিজেই নিজের গুণগান করা।I
  • s used to-  ইহাতে অভ্যস্ত।A
  • s far as- যতক্ষণ পর্যন্ত/যতদূর পর্যন্ত/ যতদূর সম্ভব।
  • When it comes to- যখন এটি আসে/ যখন এটি প্রকাশিত হয়।
  • Needn't have- না করলেও চলত এমন।

অতীতে কিছু করার পর দেখা গেল যে সেটি না করলেও সমস্যা হত না এমন অর্থে needn't have বসে। Have এর পর সর্বদা verb এর ৩য় রূপ হয়।

যেমন-

বৃষ্টি হচ্ছে তাই সকালে গাছে জল না দিলেও হত।


  • As though- যেন।

As though সাধারন্ত as if এর পরিবর্তে ব্যবহার করা হয়। As though বা as if এর পর বাক্য past tense এ করতে হয়। এমন ভাব করা যা অসম্ভব বাক্যে এমন অর্থ বোঝাতে as though ব্যবহার করা হয়।

যেমন-

সে এমন ভাবে কথা বলছে যেন সে কবি।

He talks as though he was a poet.


  • What's it like- কেমন হয়।
  • So that- যাহাতে/যদি বা কেবল যদি।
  • As long as- যতক্ষন বা ততক্ষন/যতদিন বা ততদিন।
  • What if- কি যে হত যদি।

সাধারন্ত কিছু ঘটলে বা কিছু না ঘটলে কি যে হত নিজে নিজে এমন প্রশ্ন করতে what if ব্যবহার করা হয়ে থাকে। What if যুক্ত বাক্য সাধারন্ত past tense হয়ে থাকে।

যেমন-

কি যে হত যদি সে না আসত? বা, যদি সে না আসত তাহলে কি যে হত? What if he did not come?


  • Neither nor- না এ না সে/দুজনের কেও না।
  • As fast as- এত দ্রুত।

সাধারন্ত গতির তুলনা বা পরিমাপ করতে as fast as ব্যবহার করা হয়। 

যেমন-

শিয়াল বাঘের মত এত দ্রুত দৌড়াতে পারে না।

The Fox can not run as fast as the Tiger.


  • The older --- the more- যত পক্ক তত বেশি।
  • But for- না হইলে/যদি না উহার জন্য/নাহলে।
  • Used to- অভ্যস্ত।
  • What do you mean- তুমি কি বলতে চাও/ তুমি কি বোঝাতে চাও।
  • What's the matter- কী ব্যাপার/কারণ কি।
  • Wish- ইচ্ছা
  • Still- এখনো বা তখনো।

যেমন-

তখনো বৃষ্টি হচ্ছিল। It was still raining.


  • So- সুতারং, ততো।
  • Because of - কারণে বা জন্যে।

Because of এর পর সর্বদা person এর possessive form বসাতে হয়।


  • How to- কিভাবে

How to এর পর verb ব্যবহার করা হয় এবং verb এর ১ম রূপ বসাতে হয়।

যেমন-

How to add it? ইহাকে কেমন করে যুক্ত করবে?


  • Hardly ever- অতি বিরল/সচারচার ঘটেনা বা দেখা যায় না এমন।
  • Only if- শুধু যদি/একমাত্র যদি।

যেমন-

Only if you want to eat.

একমাত্র তুমি যদি খেতে চাও।


  • Even if- যদিও/এমনকি যদিও।

যেমন-

Even if I have nothing to say.

এমনকি আমার যদি বলার কিছু না থাকে।


  • Till/Until- ততক্ষণ পর্যন্ত/যতক্ষণ পর্যন্ত না।
  • Provided that- যদি/যদি হয় তবে/এই শর্তে যে।
  • Nothing but- কোনো কিছুই নাই তবে এটি আছে।
  • No matter- কোনো কারণ নেই।
  • As well as- এবং আরো।

যেমন-

I as well as my brother are honest.

আমি এবং আমার ভাইও সৎ।


  • By and large- মোটের উপর/সাধারণত/মোটের উপর।
  • All and sundry- সমগ্রভাবে ও পৃথক পৃথক ভাবে।
  • By fits and starts- অনিয়মিত / মাঝে মাঝে।
  • A bag of bones- রোগা মানুষ/কৃশ মানুষ/রোগা জন্তুজানোয়ার/অস্থি মজ্জা সার।
  • A cracker jack- মেধাবী।
  • Neither will- হবে না এমন।

যেমন-

Neither wiil I.

আমিও না।


  • Look like- দেখতে/একি রকম দেখতে।
  • Square meal- পেট ভরা আহার।
  • More and more- উত্তরোত্তর/অধিকতরভাবে।
  • Need not- প্রয়োজন/দরকার না থাকা।
  • Look down on- ঘৃণা করা/উপেক্ষা করা।
  • Get used to- অভ্যাস বা অভ্যস্ত হয়ে পড়া।
  • In a nutshell- অতি সংক্ষেপে/দু কথায়/সংক্ষেপে।
  • All in all-  সর্বেসর্বা/সব পারে এমন।
  • At stake- জড়িত/বিপন্ন/সংকটাপন্ন/ঝুঁকির সন্মুখীন।
  • Hardly ever- অতি বিরল/ খুব কম ঘটে এমন।
  • In case- ত/যদি/পাছে/ যদি কোনো ক্রমে এটি হয়।
  • No longer- আর নহে।
  • But for- না হইলে/যদি না উহার জন্য/নাহলে।
  • Look down upon- ঘৃণা করা/নিন্দিত।
  • Adhere to- অনুগত থাকা।
  • Beggar description- বিশদ বিবরণ।
  • While- যখন।
  • Since- থেকে, যেহেতু, কারণে বা জন্যে।
  • As per- অনুযায়ী/অনুসারে।
  • A bit if a- একটু/ কিছু/অল্প/একটুখানি/একটুমাত্র।
  • As well- আরো।
  • What's it like- কেমন হয়।
  • Whenever- যখনি।

যখনি অর্থে whenever ব্যবহার করা হয়। Whenever এর পর বেশির ভাগ সময়ে verb এর ২য় রূপ থাকে বা বাক্যটি past tense এ হয়।

যেমন-

যখনি যে পুলিশকে দেখতে পেয়েছিল, তখনি সে নিজেকে লুকিয়ে ফেলেছিল।

Whenever he saw the police, he hid himself.


  • As far as- যত দূর মনে হয়।
  • Hue and cry - সোরগোল বা গ্যামজাম।
  • As long as- যদি বা কেবল যদি।

একমাত্র এই ঘটনা ঘটলেই অন্য আরেকটি ঘটনা ঘটবে বা ঘটনাটি না ঘটলে অন্যটি ঘটবে না এমন অর্থে as long ad ব্যবহার করা হয়।

যেমন-

আমি আসবো যদি বা কেবল যদি তুমি কাজটি পারো।

I will come as long as you can do the work.



আশাকরি উপরের গুরুত্বপূর্ণ phrase and idioms গুলো অর্থ সহ শেখার মাধ্যমে completing sentence এ phrase and idioms এর ব্যবহার খুব সহজে করতে পারবো। বুঝতে কোনো প্রকার সমস্যা হলে নিচে কমেন্ট করুন।




নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon