শনিবার

Article করার নিয়ম ও পদ্ধতি

A, An, The - Definite and Indefinite Article


Article বা a, an এবং the এর ব্যবহার ইংরেজি grammar এ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা ছন্দে ছন্দে article এর নিয়ম শিখব।



a an the article, definite, indefinite
Article নিয়ম

Article কিঃ

ইংরেজিতে কোন Noun বা Pronoun কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝাতে Noun, Pronoun, Adjective বা Adverb এর পূর্বে a, an এবং the ব্যবহৃত হয়ে সেই Noun বা Pronoun কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়৷ A, An, The কে তাই article বলে।  



Article প্রকরণঃ

Article ২ প্রকার যথা-

  • ১) নির্দিষ্ট Article (Definite Article)ঃ কোন কিছু নির্দিষ্ট করে দোঝাতে  নির্দিষ্ট  Article হিসাবে the বসাতে হয়।
  • ২) অনির্দিষ্ট Article (Indefinite Article)ঃ কোন কিছু অনির্দিষ্ট করে বোঝাতে অনির্দিষ্ট Article হিসাবে a বা an বসাতে হয়।



নির্দিষ্ট Article এর নিয়ম সমূহঃ

  • ১. যে সকল Noun common বা সাধারন সেগুলো এক বচন হলে নির্দিষ্ট হিসাবে ধরে the বসাতে হবে, বহু বচন হলে articl বসবে না তবে অর্থ খুবি নির্দিষ্ট করে বোঝালে the বসাতে হবে।
  • ২. সমগ্র জাতি বুঝাতে একবচন শব্দ কে নির্দিষ্ট হিসাবে ধরে the বসাতে হবে।
  • ৩. বিশ্বে যা একটির বেশি নেই সেগুলিকে নির্দিষ্ট হিসাবে ধরতে হবে।
  • ৪. কোন ব্যক্তির বিবরন দেওয়ার পর ঐ ব্যক্তি কে পুনরয় বোঝাতে নির্দিষ্ট হিসাবে ধরতে হবে।
  • ৫. সাধারন Noun বা commonNoun  এর পুর্বে my, our, his, her, your, their ইত্যাদি না বসিয়ে the বসিয়ে নির্দিষ্ট করতে হয়।
  • ৬. দুই ব্যক্তির মাঝে তুলনা করলে যার সাথে তুলনা করা হবে তাকে নির্দিষ্ট হিসাবে ধরতে হবে।
  • ৭. Adjective বাক্যের প্রথমে বসলে নির্দিষ্ট Article বসবে।
  • ৮. Adjective এর Superlative রূপের পূর্বে the বসিয়ে নির্দিষ্ট করতে হবে।
  • ৯. যত তত, ভালো মন্দ এক সাথে বোঝাতে একি বাক্যে দুটি অংশে the বসিয়ে নির্দিষ্ট করতে হবে।
  • ১০. Morning, noon, afternoon, night, evening শব্দের পূর্বে in থাকলে নির্দিষ্ট হিসাবে ধরতে হবে।
  • ১১. Majority, minority, people public, police ইত্যাদি শব্দগুলি বহুবচন ধরে নির্দিষ্ট Article ব্যবহৃত হয়।
  • ১২. And দ্বারা যুক্ত দুজন ব্যক্তিকে আলাদা করে বোঝালে দুজনের পূর্বেই the বসে তবে একই ব্যক্তি বোঝালে শুধু প্রথম অংশে the বসিয়ে নির্দিষ্ট করতে হবে।
  • ১৩. নিচের কবিতাটি অনুসারে শব্দ গুলিকে নির্দিষ্ট করে বোঝাতে হবে,

"চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি।
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কিবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-   
এর পূর্বে The হয় সহজে জানলাম।"


অনির্দিষ্ট  Article এর নিয়ম সমূহঃ

  • ১. যদি শব্দটি অনির্দিষ্ট করে বোঝায় এবং শব্দের প্রথম অক্ষর a, e, i, o, u (Vowel)   থাকে তবে শব্দটির পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল হিসাবে An বসাতে হবে।
  • ২. যদি শব্দটি অনির্দিষ্ট করে বোঝায় এবং শব্দের প্রথম অক্ষর a, e, i, o, u বাদে অন্য কোন অক্ষর (Consonant) থাকে তবে অনির্দিষ্ট আর্টিকেল হিসাবে a বসাতে হবে।
  • ৩. যদি শব্দটি অনির্দিষ্ট করে বোঝায় এবং শব্দের প্রথম অক্ষর O থাকা শর্তেও O এর উচ্চারন ওয়া(wa) বা consonant এর মত হয় তবে an না বসিয়ে a বসাতে হবে।
  • ৪.  যদি শব্দটি অনির্দিষ্ট করে বোঝায় এবং শব্দের প্রথম অক্ষর u বা e থাকা শর্তেও এদের উচ্চারন ইউ (ew) এর মত হয় তবে an না বসিয়ে a বসাতে হবে।
  • ৫. যদি শব্দটি অনির্দিষ্ট করে বোঝায় এবং শব্দের প্রথম অক্ষর h বা m বা কোন Consonant থাকা শর্তেও উচ্চারন Vowel এর মত হয় অথবা উচ্চারিত না হয় তবে a না বসিয়ে an বসাতে হবে।
  • ৬. Score, dozen, hundred, thousand, million, most, number of, amount of, good deal, great deal, good many, great many, few, little, cough, headache, cold, temper, rage, hurry, interest ইত্যাদি শব্দে থাকলে এগুলির পূর্বে অনির্দিষ্ট Article হিসাবে a/an বসাতে হয়।
  • ৭. অনির্দিষ্ট Article সম্বলিত কিছু Phrase  যেমন, In a hurry, a good many, take an interest, in a body, turn over a new leaf, in a nut-shell, in a fix, cut a sorry figure, as a metter of fact, at a glance, all in a sudden, at a time, with a view to ইত্যাদি।
  • ৮. কারো নাম বা পদবি কে অনির্দিষ্ট করে বোঝাতে অনির্দিষ্ট article বসে তবে পরিচিত কার নাম হলে article না বসালেও হবে।
  • ৯. Each, per বা প্রতি একক বোঝায় এমন শব্দ অনির্দিষ্ট হিসাবে বোঝায়।
  • ১০. Exclamatory Sentence এ What এর পর a বসাতে হয়।


Article যে সব ক্ষেত্রে বসে নাঃ

  • ১. a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।
  • ২. যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিম্নের কবিতাটি মুখস্থ করলেই হবে,


"ভাষা, খাদ্য, গ্যাস আর রোগব্যধি
অদৃশ্য, ক্ষুদ্র কনা থাকে যদি
পাঠ্য বিষয়, প্রাকৃতিক বস্তু আর খেলাধুলা
নন কাউন্ট এসব বিষয় -- কোরনা অবহেলা"

উদাহরনঃ

( bangla, French etc), (bread, meat etc),  (oxygen, hydrogen etc), (malaria, cancer, AIDS), (information, advice), (tea, soup,oil), ( sand, rice, flour), (physics, history, chemistry), (sunshine, darkness), (football, cricket,chess), (non  count বস্তু বা গোনা যায় না এমন)


  • ৩. যে সব শব্দের বহুবচন আছে সেগুলি বহুবচনে থাকলে তার আগে Article বসে না।
  • ৪. সমগ্র জাতী বোঝালেও  man এবং wonan এর পূর্বে Article বসে না।
  • ৫. Road কে নির্দিষ্ট করে বোঝাতে the ব্যবহৃত হলেও street বা avenue এর পূর্বে the বসে না।


কে-মাহমুদ
১৭-১১-২০১৯




2 comments

ধন্যবাদ

1timeschool এর পক্ষে,
রোদেলা।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon