বুধবার

Person চেনার সহজ নিয়ম

Sentence বা বাক্যে person গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Person বা পুরুষ বা পক্ষ কি, এর প্রকার ভেদ ও ব্যবহার, person এর তালিকা সহ শর্ট ও সংক্ষিপ্ত পদ্ধতিতে person শেখার কৌশল নিয়ে আজকের আলোচনা।

Person বা পুরুষ কি প্রকারভেদ ও তালিকা


person কত প্রকার ও কি কি, First second and third person
Person বা পুরুষ


Person বা পুরুষ বা ব্যক্তি কি বা কাকে বলেঃ

Person অর্থ পুরুষ বা পক্ষ বা ব্যক্তি। সাধারন্ত Sentence বা বাক্যে ব্যবহৃত Noun, Pronoun বা Subject ও Object কেই person বা পুরুষ বা পক্ষ বলে। অন্য ভাবে বলতে গেলে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান কেই person বা পুরুষ বলে।


Person বা পুরুষ কত প্রাকার ও কি কিঃ

অবস্থান বা বাক্যে গুরুত্ব গত দিক দিয়ে person বা পুরুষকে সাধারন্ত ৩ টি ভাগে ভাগ করা হয়ে থাকে। 
যথা-
  • ১. First Person বা ১ম ব্যক্তি বা উত্তম পুরুষ
  • ২. Second Person বা ২য় ব্যক্তি বা মধ্যম পুরুষ
  • ৩. Third Person বা ৩য় ব্যক্তি বা নাম পুরুষ

First Person - বাক্যে যে ব্যক্তি কথা বলে তাকে First Person বা উত্তম পুরুষ বলা হয়ে থাকে।


Second Person - বাক্যে First Person যার সাথে কথা বলে বা বাক্যে যে কথা শোনে সে Second Person বা মধ্যম পুরুষ।


Third Person - বাক্যে  First Person যাকে নিয়ে Second Person এর সাথে আলোচনা করে বা First Person  ও Second Person এর কথা বলার সময় যে উপস্থিত থাকে না তাকে Third Person বা নাম পুরুষ বলে।


উপরের বিষয় গুলোকে একটি উদাহরনের মাধ্যমে তুলে ধরলে বুঝতে আরো সহজ হবে-

"আমি তোমাকে নিয়ে আমাদের গ্রামে যাব।"


উপরের বাক্য Noun এবং Pronoun বা Subject ও Object হল ১. আমি ২. তোমাকে ৩. আমাদের গ্রাম। সুতারং এরাই মূলত বাক্যটিতে Person. এবার এই Person গুলোকে শ্রেণী বিভাগ করলে দাড়ায়-

আমি - First Person - কারন আমি কথা বলছি বা বাক্যটি মুখে বলছি বা খাতায় লিখছি।

তোমাকে - Second Person - কারন আমি তোমার সাথে কথা বলছি বা তুমি আমার কথা শুনছ।

আমাদের গ্রাম - Third Person - কারন আমাদের গ্রাম আমার আর তোমার মাঝে নেই বরং আমাদের গ্রাম নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে।


তাহলে সহজ ভাবে বলতে গেলে, যে কথা বলে সে First person, যে শোনে সে Second person আর যাকে নিয়ে কথা বলা হয় সে Third person.


সহজ,শর্ট ও সংক্ষিপ্ত পদ্ধতিতে person চিহ্নিত করার কৌশলঃ

সাধারন্ত তিনটি কৌশল বা পদ্ধতি মনে রেখে খুব সহজে ও দ্রুত বা শর্ট পদ্ধতিতে person মনেরাখা বা চিহ্নিত করা সম্ভব। নিচে কৌশল বা পদ্ধতি গুলো তুলে ধরা হল-
  • ১. শুধু I, Me এবং We, Us হল First Person
  • ২. শুধু You হল Second Person
  • ৩. I, Me, We, Us এবং You বাদে বাকি সব গুলো হল Third Person

ব্যাস এবার তো সকলে খুব সহজেই person বা পুরুষ চিহ্নিত করতে পারবে। তাহলে একটি উদাহরন দিয়ে বিষয়টি আরো সোজা করা যাক কেমন-

"আমি ভালোবেসে তাকে রোদেলা বলে ডাকতাম। তাই সে হঠাৎ রদ্দুর হয়ে দিনের আলোতে হারিয়ে গেল।"

এখানে কয়েকটি person চিহ্নিত করা হল-

আমি (I) - 1st person
তাকে (Him) - 3rd person
রোদেলা (Rodela) - 3rd person
সে (He) - 3rd person
রদ্দুর (Roddur) - 3rd person
দিনের আলো (Day Light) - 3rd person


Person এর তালিকাঃ

First Person -
I, Me, We, Us

Second Person -
You

Third Person-
He, Him, His, She, Her, They, Them, Their, It, It's, My+noun/pronoun, Our+noun/pronoun, Your+noun/pronoun,  ইত্যাদি এবং যে কোন নাম বা Noun ও সর্বনাম বা Pronoun।



এবার নিজে নিজে চেষ্টা করা যাক, কেমন? নিচে কয়েকটি বাক্য তুলে ধরা হল,  person চিহ্নিত করি-

  • উদাহরন-১ 
আমার নাম (রোদেলা)। (আমার) সুন্দর একটি স্বপ্ন আছে। (আল্লাহ) রহমত করলে (স্বপনটি) সফল হবে। (তোমাদের) কি কোন স্বপন আছে? আমার (মা) এর ইচ্ছা ছিল আমি বড় হয়ে যেন একজন বিশ্বস্ত (মানুষ) হই। 
ব্রাকেটের শব্দ গুলো কোন person সেটা খাতায় লিখি ও শিক্ষক কে দেখায়।


  • উদাহরন-২
(I) have a (pen). (My pen) is blue. I want to give (it). Will (you) take it for (your friend)? 
ব্রাকেটের শব্দ গুলো কোন person সেটা খাতায় লিখি ও শিক্ষক কে দেখায়।


  • উদাহরন-৩
(The cow) is a domestic animal. (It) has four legs, two (eyes). It gives (us) milk and (meat). So, it is an (usefull animal).
ব্রাকেটের শব্দ গুলো কোন person সেটা খাতায় লিখি ও শিক্ষক কে দেখায়।


  • উদাহরন-৪
My dear (father). At first, take (my love). Hope, (you) are well. Yesterday, (I) received (your) letter. In (your letter), you want to know about (my) present condition.
ব্রাকেটের শব্দ গুলো কোন person সেটা খাতায় লিখি ও শিক্ষক কে দেখায়।






তাহলে আজ এ পর্যন্তই। সকলের শুভকামনা করে বিদায়---
কে-মাহমুদ
৮-৯-২০২০

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon