শনিবার

Simple Complex Compound করার সহজ নিয়ম

Simple Complex Compound কি পরিবর্তনের ছক, চার্ট, রুলস বা পদ্ধতি।


Transformation of sentence বা অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন। Simple to Complex, Simple to Compound, Complex to Simple, Complex to Compound, Compound to Simple, Compound to Complex পরিবর্তনের রুলস ও সহজ চার্ট।

simple complex compound পরিবর্তনের নিয়ম বা rules, সহজ পদ্ধতিতে Transformation of sentence, চার্ট বা ছক আকারে simple complex compound
simple-complex-compound


Simple sentence কি ও বৈশিষ্ট্যঃ

Simple sentence অর্থ সরল বাক্য। সাধারন্ত যে সকল বাক্য বা sentence এ একটি মাত্র মূল ক্রিয়া বা main verb বা principal verb থাকে সেই বাক্য বা বাক্যাংশকে simple sentence বা সরল বাক্য বলে।
  • ১. একটি মাত্র মূল verb বা ক্রিয়া থাকে।
  • ২. Subject ও object কম থাকে অর্থাৎ একি ধরনের subject বা object এক বারের বেশি ব্যবহার করা যাবে না। 
  • ৩. একিটি verb রেখে অন্য verb কমাতে অন্য verb গুলোর সাথে ing যোক করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে verb এর আগে to বসাতে হবে। 
  • ৪. Verb এর প্রথম রূপের সাথেই কেবল ing যোগ করা যায় এবং to ব্যবহার করা যায়। 
  • ৫. Subject ও object কমাতে subject বা object এর possessive form বা ৩য় রূপ ব্যবহার করা যেতে পারে। 
  • ৬. বাক্যে of এর ব্যবহার থাকলে of এর পর subject এর possessive রূপ বা ৩য় রূপ বসাতে হবে। 
  • ৭. Simple sentence এর শুরুতে সাধারন্ত inspite of, despite, because of, by, without ইত্যাদি বসে বা verb এর সাথে ing যোগ থাকে। 
  • ৮. বাক্যের মাঝে to বসিয়ে verb কমানো যেতে পারে 
  • ৯. Subject, object ও verb সবি কম থাকে।

Complex sentence কি ও বৈশিষ্ট্যঃ

জটিল বাক্য এর ইংরেজি প্রতিশব্দ complex sentence. সাধারন্ত যে সকল বাক্যে একাধিক বা একের বেশি মূল verb, subject, object থাকে, এমন কি একাধিক বাক্যাংশ থাকে তাকে complex sentence বা জটিল বাক্য বলে।
  • ১. একের বেশি মূল verb থাকে
  • ২. একের বেশি subject ও object থাকে
  • ৩. একের বেশি বাক্যাংশ থাকতে পারে 
  • ৪. সাধারন্ত বাক্যের শুরুতে since, as, when, though, although, if ইত্যাদি বসে বাক্যের মাঝে so, that, so that, who, which, when বা relative pronoun বসে 
  • ৫. Verb বেশি করার জন্য verb এর সাথে থাকা ing ও to উঠিয়ে দিয়ে tense অনুযায়ী verb বসাতে হবে। 
  • ৬. Subject ও object এর possessive রূপ উঠিয়ে subjective ও objective রূপ বসাতে হবে।
  • ৭. Subject, object ও verb সব বেশি থাকে।

 

Compound sentence কি ও বৈশিষ্ট্যঃ

Compound sentence শব্দের অর্থ যৌগিক বাক্য। সাধারন্ত যে সকল বাক্যে একের বেশি মূল verb থাকে কিন্ত একই জাতীয় subject ও object কম থাকে তাকে compound sentence বা যৌগিক বাক্য বলে। Compound sentence এ একের বেশি বাক্যাংশ থাকতে পারে।
  • ১. একের বেশি verb থাকে
  • ২. Verb বেশি করার জন্য verb এর সাথে থাকা ing ও to উঠিয়ে দিয়ে tense অনুযায়ী verb বসাতে হবে। 
  • ৩. Subject ও object কম থাকে অর্থাৎ একি ধরনের subject বা object এক বারের বেশি ব্যবহার করা যাবে না, তবে সাহায্যকারী verb থাকলে তার আগে subject বসানো যাবে। 
  • ৪. বাক্যের মাঝে বা দুই বাক্যাংশের মাঝে and অথবা or অথবা but বসাতে হবে। 
  • ৫. বাক্যে খুব বোঝাতে very বসানো হয়ে থাকে।

 

Simple, complex ও compound sentence পরিবর্তনের নিয়ম বা rules , ছক বা চার্টঃ

কিছু নিয়ম, কৌশল বা পদ্ধতি বা rules মেনে খুব সহজেই শর্ট পদ্ধতিতে ব্যক্য রূপান্তর তথা Transformation of sentence বা Simple to Complex, Simple to Compound, Complex to Simple, Complex to Compound, Compound to Simple, Compound to Complex অর্থ পরিবর্তন না করেই রূপান্তর করতে পারি। নিচে simple, complex ও compound sentence পরিবর্তনের সহজ, শর্ট ও সংক্ষিপ্ত পদ্ধতি ও নিয়ম বা rules এক সাথে ছক আকারে তুলে ধরা হল-
নংনিয়মউদাহরন
simple: মূল verb +ing....can/could
complex: If.............can/could
compound: and.....can/could
Reading more, you can know more.
If you read more you can know more.
Read more and you can know more.

simple: without
complex: if + not / unless
compound: or
Without doing, you will die.
If you do not do, you will die/Unless you do, you will die.
Do or you will die/Do or die.

simple:sub+v2+article+adjective/adverb+noun
complex: who
compound: and
I saw a beautiful girl.
I saw a girl who was beautiful.
I saw a girl and she was beautiful.

simple: sub+v+obj+ing
complex: who
compound: and
I saw him reading.
I saw him who was reading.
He was reading and I saw him.

simple: to
complex: so that
compound: and want to
I read to know.
I read so that I can know.
I read and want to know.

simple: too.......to
complex: so.....that...can not/could not
compound: very....... and can not/could not
I was too ill to read.
I was so ill that I could not read.
I was very ill and could not read.

simple: enough to
complex: so....that
compound: and
The boy is innocent enough to believe any man.
The boy is so innocent that he believes anybody.
The boy is innocent and he believes any one.

simple: enough for
complex: so ......that.... can/could
compound: very ....and...can/could
The work is easy enough for anyone to do it.
The work is so easy that anyone can do it.
The work is very easy and anyone can do it.

simple: sub+v3.......
complex: who/which+be verb+v3
compound: and....v2
The poem written by Nazrul is very nice.
The poem which is written by Nazrul is very nice.
The poem is very nice and Nazrul wrote it.

১০ simple: in spite of/despite
complex: though/although
compound: but
Inspite of his poverty(bing poor), he was honest.
Though he was pore, he was honest.
He was poor but honest.

১১ simple: at the time of/ in the moment of
complex: when+sub+v
compound: sub+v+and
At the time of his died, I was at the airport.
When he died, I was at the airport.
He died and I was at the airport.

১২ simple: being+adjective
complex: since/as
compound: and
Being weak in English, the girl can not do well in the exam.
Since she is weak in English, the girl can not do well in the exam.
The girl is weak in English and can not do well in the exam.

১৩ simple: sub+being
complex: as
compound: and
The story being hard, he could not understand.
The story was hard, he could not understand it.
The story was hard and he could not uderstand it.

১৪ simple: at the time of/in the time of
complex: when it
compound: it........and
At the time of raining, I was at home.
When it was raining, I was a t home.
It was raining and I went at home.

১৫ simple: having + v3
complex: since/as/when
compound: and
Having finished the book, the students left the class.
When the students had finished the book, they left the class.
The students had finished the work and left the class.

১৬ simple: because of/ due to/ owing to/on account of
complex: since/as
compound: and
Because of his weakness, he did not read.
Since he was weak, he did not read.
He was weak and he did not read

১৭ simple: both..... and
complex:
compound: not only.....but also
Both Rahim and Karim goes to school.
Not only Rahim but also Karim goes to school.

১৮ simple:..... both..... and
complex: who.....as well as
compound:........ not only.....but also
He is both a chairman and a teacher.
He who is a chairman as well as a teacher.
He is not only a chairman but also a teacher.

১৯ simple: to
complex: so that
compound: and want to/wanted to/desire to
He reads well to pass in the exam. He reads well so that he may pass in the exam.
He reads well and he wants to pass in the exam.

২০ simple: by +ing
complex: if.......can/could
compound: and.....can/could
By doing this work, you can shine in life.
If you do this work, you can shine in life.
Do this work and you can shine in life.

২১ simple:...... ing.......সময় উল্লেখ থাকবে
complex: till/until
compound: and সময় উল্লেখ থাকবে
The lady will stay in the station for my comming back.
The lady will stay in the station till/until I come back.
The lady will stay in the station and I come back.


তাহলে আজ এ পর্যন্তই। আশা করি সকলে খুব সহজে Transformation of sentence বা অর্থ পরিবর্তন না করে simple to complex, simple to compound, complex to simple, complex to compound, compound to simple, compound to complex এর নিয়ম পদ্ধতি বা rules ছক আকারে শিখে ফেলেছি। কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব। পরবর্তীতে আমাদের সাথে থাকতে আশা করি সাইট টি মোবাইলে সেভ করে রেখেছেন। সকলের শুভকামনা করে আজ বিদায়। 
কে-মাহমুদ
৯-১০-২০২০ 


7 comments

please packkha soha carun please

আলাদা আলাদা করেই তো দেওয়া আছে। আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্ট করে বাংলায় লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে।

Bro it was awesome. I was very weak in these. Unlimited thanks to Allah that I could find this post and many many thanks to you for giving me this much information.
May Allah gives you all happiness and also make a place for you in jannah

অসংখ্য ধন্যাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনিও জান্নাতবাসী হোন এই শুভকামনা করছি।

1timeschool.com এর পক্ষে,
রোদেলা

Rule 13 এর complex sentence এর উদাহরণে as কোথায়?

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon