মঙ্গলবার

ছন্দে ছন্দে Tag Question

তোমার নাম কি?

তোমার নাম রহিম, তাই নয় কি?

প্রশ্ন দুটি লক্ষ্য করুন। দুটি প্রশ্নের দুটি ভিন্ন মাত্রা রয়েছে। ১ম প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাই, এ প্রশ্নের উত্তর যদি দিতে চাই তবে নিজ নিজ নাম বলতে হবে। অর্থাৎ,  তোমার নাম কি? প্রশ্নটির উত্তর হবে, রহিম, করিম,  যব্বার ইত্যাদি। কিন্তু ২য় প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এই প্রশ্নটির উত্তর শুধু হ্যা বা না বলে অথবা মাথা ঝাকিয়েই দেওয়া সম্ভব। অর্থাৎ তোমার নাম রহিম,ঠিক তো? প্রশ্নটির উত্তর দিতে চাইলে "না" বা "হ্যা" (yes or not tag) দিয়ে দেওয়া সম্ভব। সুতারং 


যে সকল প্রশ্নের উত্তর হ্যা বা না দিয়েই দেওয়া সম্ভব সে সকল  প্রশ্ন কে আমরা সাধারন্ত ট্যাগ কোশ্চেন (tag question) বা Question Tag বলে থাকি।


আমাদের আজকের আলোচ্য বিষয় Tag Question বা Question Tag.


Tag question এর সহজ পদ্ধতি, ছন্দে ছব্দে tag question, সহজ নিয়মে Tag question
Tag Question


ছন্দে ছন্দে বা কবিতায় কবিতায় tag question এর গঠনপ্রণালী বিবরন


আমরা মনের মত করে তুলে ধরতে পারি-


"সাহায্যকারী verb শ্বসুরবাড়ি
 কমার পরে বসে,
 not কে নিয়ে গল্প শেষে
 প্রশ্ন করে হাসে।"


ছন্দ টি tag question এর নিয়মসমূহ পড়ার পর খুব সহজে মনে রাখতে ও বুঝতে সাহায্য করবে।



ছন্দে ও সহজ নিয়মে Tag Question



Tag Question কি?

Tag শব্দের বাংলা আভিধানিক অর্থ চিহ্নিত করা বা নির্দৃষ্ট করা বা জুড়ে দেওয়া।  সাধারন্ত যে সকল বাক্যের সাথে ছোট্ট করে কিছু শব্দ জুড়ে দিয়ে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা হয় সে সকল বাক্য বা বাক্যাংশকে Tag Question (ট্যাগ কোশ্চেন) বা Question Tag বলা হয়ে থাকে।


যেমন-
তুমি ভাত খেয়েছ, তাই নয় কি?
তারা খুব পড়ে, তাই না?
তুমি আজ খেলবে না, ঠিক তো?


Tag Question সম্পর্কিত কিছু ধারনা

Tag Question করার জন্য কিছু বিষয় সম্পর্কে ধারনা থাকা খুবি জরুরী। নিম্নে সেগুলো তুলে ধরা হল।


  • Auxiliary Verb বা সাহায্য কারী ক্রিয়াঃ

সাধারন্ত যে সকল ক্রিয়া বা verb বাক্যে অন্য সকল প্রধান  ক্রিয়া বা verb কে মডিফাই বা প্রক্রিয়া করতে বা কোন verb এর অভাব পুরন করতে ব্যবহার করা হয়, সে সকল verb বা ক্রিয়াকে সাহায্যকারী verb  বা Auxiliary verb বলে।


  • অভাবজ্ঞাপক সাহায্যকারী verb:

সাধারন্ত do, does, did কে অভাবজ্ঞাপক সাহায্যকারী verb বলে। কোন বাক্যে সাহায্যকারী verb না থাকলে not ব্যবহার করতে গেলে এবং প্রশ্নবোধক বাক্যে সাগায্যকারী verb না থাকা সত্তেও সাহায্যকারী verb দ্বারা প্রশ্ন করতে গেলে do, does, did বসে। কর্তা থার্ড পারসন সিংগুলার নাম্বার হলে (third person singular number) হলে Do  এর পরিবর্তে does  বসে। অন্যদিকে do বা does  এর past form  বা ২য় রূপ এবং past Participle form বা ৩য় রূপ হল did.



  • Assertive sentence বা বর্ণনা মূলক বাক্যঃ

যে সকল বাক্য subject বা কর্তা দিয়ে শুরু এবং শেষে দাড়ি চিহ্ন (।) বা Full stop (.) চিহ্ন থাকে তাকে Assertive sentence বা বর্ণনামূলক বাক্য বলে। যেমন, I like you.


  • Imperative Sentence বা আদেশ, উপদেশ, প্রস্তাব, অনুরোধ মূলোক বাক্যঃ

সাধারন্ত ইংরেজিতে কোন বাক্য যদি মূল verb দিয়ে শুরু, বাক্যের অর্থ আদেশ, উপদেশ, প্রস্তাব বা অনুরোধ মূলক হয় এবং শেষে Full stop (.) বা দাড়ি (।) থাকে, তাকে Imperative Sentence বলে। 

যেমন, 
Please love me.
Love me, please. 
Do not love me. ইত্যাদি।

  • সাহায্যকারী verb + not এর সংক্ষিপ্ত রূপঃ
am+not=ain't
is+not=ain't
are+not=ain't
was+not=wasn't
were+not=weren't
do+not=don't
does+not=doesn't
did+not=didn't
shall+not=shan't
will+not=won't
should+not=shouldn't
would+not=wouldn't
have+not=haven't
has+not=hasn't
had+not=hadn't
can+not=can't
could+not=couldn't
may+not=mayn't
might+not=mightn't
ought+not=oughtn't
need+not=needn't
ইত্যাদি।


  • Noun এর Pronoun রূপঃ
নাম=He/She
বস্তু/প্রানী=It
Everybody=They
নাম এবং নাম=They
I and You=We
I and he=We
You and he=You
I, you and he=We


Tag Question করার সহজ নিয়ম বা পদ্ধতি (The easy rules of Tag Question)

ট্যাগ কোশ্চেন করার অনেক গুলো নিয়ম রয়েছে। নিচে শর্ট (short) বা সংক্ষিপ্ত ও কবিতা বা ছন্দে ছন্দে নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করা হল। আশা করি সকলে খুব সহজেই নিয়ম গুলো আয়ত্তে আনতে পারবে।



Assertive sentence এর ক্ষেত্রেঃ

  • ১. মূল বাক্য সম্পূর্ণ লিখে শেষে কমা ব্যবহার করতে হবে এবং কমা এর পরে মূলবাক্যের subject এর সর্বনাম রূপ বা pronoun বসাতে হবে। আর subject যদি pronoun রূপে থাকে তবে তাই ই বসবে।
  • ২. বাক্য assertive sentence বা বর্ণনা মূলোক বাক্য হলে এবং বাক্যে সাহায্যকারী verb  থাকলে সেই সাহায্যকারী verb দ্বারা tag question করতে হবে। এবং তা কমা এর পর বসবে।
  • ৩. বাক্যে not না থাকলে সাহায্য কারী verb এর সাথে not বসাতে হবে এবং not থাকলে not বাদ দিয়ে tag Question করতে হবে।
  • ৪. সাহায্যকারী verb+not অথবা শুধু সাহায্যকারী verb উপরের নিয়ম অনুযায়ী বসানোর পর মূল বাক্যের subject এর pronoun বা সর্বনাম রূপ বসাতে হবে।
  • ৫. বাক্যের শেষে জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে।
  • ৬. বাক্যে মূল verb এর ১ম রূপ থাকলে do, ২য় রূপ থাকলে did, মূল verb এর সাথে s বা es থাকলে does সাহায্যকারী verb হিসাবে আনতে হবে।

উদাহরন সমূহঃ
Rahim is a good boy.=Rahim is a good boy, ain't he?
Rahim is not a good boy.=Rahim is not a good boy, is he?
Rahim loves you.=Rahim loves you, doesn't he?
Rahim and Karim love you.=Rahim and Karim love you, don't they?
Rahim and I loved him.=Rahim and I loved him, didn't we?
The cow will kill.=The cow will kill, won't it?
Everybody can not do it.=Everybody can not do it, can they?


Imperative Sentence এর ক্ষেত্রেঃ

  • ১. বাক্য মূল verb দ্বারা শুরু হলে  মূলবাক্য এর পর কমা এবং কমা এর পর will you বসাতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন (?)  বসাতে হবে।
  • ২. বাক্য Let us দ্বারা শুরু হলে কমা এর পর Shall we বসাতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে।
  • ৩. বাক্য Let you, Let it, Let me  দ্বারা শুরু হলে Let এর পর যে সর্বনাম বা pronoun থাকবে তার subjective রূপ বসবে।  অর্থাৎ you=you, it=it, me=I বসাতে হবে। শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে।
  • ৪. Imperative sentence এর Tag question করতে গেলে কখনোই মূল বাক্যে not থাকুক বা না থাকুক tag অংশে not ব্যবহার করার প্রয়োজন নেই।

উদাহরন সমূহঃ
Do the work.= Do the work, will you?
Don't do the work.=Don't do the work, will you?
Let us go out for a work.=Let us go out for a work, shall we?
Let me do it.=Let me do it, shall I?



ব্যাস হয়ে গেল Tag Question, আশাকরি খুব সহজেই এখন থেকে Tag Question করতে পারবে। 



আজ এ পর্যন্তই। সকলের শুভকামনা করে আজ বিদায় নিচ্ছি। আশা করি খুব শিঘ্রই নতুন কোন তথ্য নিয়ে হাজির হতে পারবো।



কে-মাহমুদ
১২-০৫-২০২০



2 comments

কিন্ত যদি sentence অনেক গুলো হয় তাহলে কোনটিকে ট্যাগ করবো

Sentence অনেক গুলো অর্থাৎ একি বাক্যে অনেক গুলো খন্ড থাকলে সাধারণত ১ম খন্ডের উপর ভিত্তি করে ট্যাগ করতে হবে। তবে বাক্যের খন্ড গুলোর মধ্যে যে খন্ড বাক্যের প্রধান বা যে অংশকে বাক্যে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে সেই অংশের ট্যাগ করতে হবে। অনেক খন্ড যুক্ত বাক্যের ট্যাগ করতে তাই বাক্যের অর্থ জানা প্রয়োজন, যেমন- For your wish he likes you very much, doesn't he?

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon