রবিবার

Exclamatory to Assertive সহজ নিয়ম

Exclamatory থেকে Assertive পরিবর্তনের নিয়ম


  • Exclamatory to Assertive সহজ নিয়ম 
  • গঠণ, উদাহরণ ও সহজ পদ্ধতি 
  • Assertive ও Exclamatory কাকে বলে 
  • Transformation of sentence



exclamatory to assertive, পরিবর্তনের সহজ নিয়ম, transformation of sentence
Exclamatory to Assertive


Transformation of sentence বা অর্থ পরিবর্তন না করে এক বাক্য থেকে অন্য ধরনের বাক্যে পরিবর্তনে Exclamatory থেকে Assertive পরিবর্তনের নিয়ম আবশ্যক একটি বিষয়। পরীক্ষায় এমন প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রেই আসে। আজকের আলোচনা সহজ ও শর্ট নিয়মে Exclamatory থেকে Assertive এ change বা পরিবর্তনের কৌশল।


Assertive Sentence কিঃ

ইংরেজী assertive শব্দের বাংলা আভিধানিক অর্থ বর্ণনা মূলক। সুতারং assertive sentence অর্থ বর্ণনা মূলক বাক্য। সাধারন্ত যে সকল বাক্য কোন ব্যক্তি বা বস্তুর বর্ণনা প্রদান করতে ব্যবহার করা হয়, সে সকল বাক্যকে assertive sentence বা বর্ণনা মূলক বাক্য বলে।


Exclamatory Sentence কিঃ

Exclamatory sentence অর্থ বিস্ময় বোধক বাক্য। আমরা অনেক ভাবে বিস্ময় প্রকাশ করে থাকি যেমন, ভালো বা খারাপ কিছু দেখে বিস্ময়, আনন্দের কিছু দেখে বা শুনে বিস্ময়, বেদনা বা দুঃখের কিছু দেখে বা শুনে বিস্ময়, লজ্জা বা ঘৃণার কিছু শুনে বা বলে বিস্ময় সহ আরো অনেক ভাবে। সুতারং যে সকল বাক্য দ্বারা আনন্দ, বেদনা, দুঃখ, লজ্জা, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায়, সে সকল বাক্যকে exclamatory sentence বা বিস্ময় বোধক বাক্য বলে।


Assertive Sentence চেনার উপায়ঃ

যে সকল বাক্য subject, কর্তা বা কোন person দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে দাড়ি বা ফুলস্টপ[.] থাকে সে সকল বাক্য assertive sentence বা বর্ণনা মূলক বাক্য।


Exclamatory Sentence চেনার উপায়ঃ

Exclamatory sentence সাধারণত How অথবা what অথবা কোন বিস্ময় বোধক শব্দ যেমন, hurrah, alas, fie fie, oh ইত্যাদি দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে বিস্ময় সূচক চিহ্ন থাকে।


Exclamatory থেকে Assertive এ change এর নিয়মঃ

  • ১. How দিয়ে শুরুর কোন exclamatory sentence কে assertive sentence এ পরিবর্তন করতে হলে প্রথমে বাক্যের মাঝ থেকে subject খুজে বের করতে হবে কারণ, assertive sentence এর শুরুতে subject দিতে হয়। Subject বসানোর পর assertive sentence এ যেহেতু verb থাকে সুতারং বাক্য থেকে verb খুজে subject এর পর বসাতে হবে। Subject এবং verb বসানোর পর এবার বাক্যে থাকা How এর পরিবর্তে very বসাতে হবে এবং পরপর বাক্যে থাকা অন্য সকল শব্দ বসাতে হবে। বাক্যের শেষে ফুলস্টপ দিতে হবে। অর্থাৎ- Subject+verb+very+বাকি-অংশ। একটি উদাহরণ থেকে বিষয়টি আরো ভালো করে বোঝা যেতে পারে। How beautiful the girl is! একটি exclamatory sentence বা বিস্ময় বোধক বাক্য, একে assertive sentence এ change বা পরিবর্তন করলে হবে, The girl (subject) + is (verb) + very (how এর পরিবর্তে) + beautiful (বাকি অংশ) + . (ফুলস্টপ)। অর্থাৎ The girl is very beautiful. 
  •  ২. What দিয়ে শুরু কোন exclamatory sentence কে assertive sentence এ রূপান্তর করতে হলে প্রথমে subject, তার পর verb, তার পর বাক্যে থাকা a, তার পর what এর পরিবর্তে very, তার পর বাকি অংশ বাসাতে হবে। অর্থাৎ subject+verb+a+very+বাকি-অংশ। What a beautiful girl she is! বাক্যটি কে assertive sentence এ রূপান্তর করলে হবে, she(subject) + is(verb) +a (বাক্যের a) + very(what এর পরিবর্তে) + beautiful girl(বাকি অংশ) + .(ফুলস্টপ) অর্থাৎ she is a very beautiful girl. 
  • ৩. Hurrah, alas, fie fie, oh ইত্যাদি যুক্ত exclamatory sentence কে assertive sentence এ পরিবর্তন করতে হলে বাক্যের অর্থ ও বিস্ময় অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ -
    • Hurrah!(আনন্দ বোঝালে)= It is a matter of joy that (ইহা আনন্দের কারণ যে)।
    • Alas!(লজ্জা বোঝালে)= It is a matter of shame that (ইহা লজ্জার কারণ যে)।
    • Fie Fie!(ঘৃণা বা লজ্জা বোঝালে)= It is a matter of shame that (ইহা লজ্জা বা ঘৃণার কারন যে)।
    • Oh!(কষ্ট বা দুঃখ বোঝালে)= It is a matter of sorrow that (ইহা দুঃখের কারণ যে)।
    • Oh!(আনন্দ বোঝালে)= It is a matter of joy that (ইহা আনন্দের কারণ যে)।
    • Oh!(দেখে বিস্ময়)= It is a matter of wonder that (ইহা বিস্ময়ের কারণ যে)।

নিচে কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানো হল-

  1. Exclamatory: Hurrah! We have own the game. (হুররে! আমরা খেলায় জয়লাভ করেছি।) Assertive: It is a matter of joy that we have own the game. 
  2. Exclamatory: Fie Fie! She is liar.(ছি ছি! সে মিথ্যুক।) Assertive: It is a matter of shame that she is liar. 
  3. Exclamatory: Oh! She is no more.(ওহ! সে আর বেচে নেই।) Assertive: It is a matter of sorrow that she is no more.

উদাহরণঃ

নিচে কয়েকটি Exclamatory sentence কে Assertive sentence এ রূপান্তর করে দেখানো হল-

  1. Exclamatory: What a nice day it is! Assertive: It is a very nice day. 
  2. Exclamatory: Oh! We have not won the match. Assertive: It is a matter of sorrow that we have not won the match. 
  3. Exclamatory: How funny the man is! Assertive: The man is very funny. 
  4. Exclamatory: Oh! I have failed in the exam. Assertive: It is a matter of sorrow that I have failed in the exam. 
  5. Exclamatory: Oh! The bird is very beautiful. Assertive: It is a matter of wonder that the bird is very beautiful.

আশাকরি খুব সহজেই সকলে Transformation of sentence হিসেবে Exclamatory to Assertive পরিবর্তনের নিয়ম গুলো বুঝতে পেরেছি। কোন সমস্যা হলে কমেন্ট করে জানালে সমাধানের চেষ্টা করব।


আজ এপর্যন্তই। সকলের শুভকামনায় - 

কে-মাহমুদ 

২১-১১-২০২০

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon