শনিবার

5th Assignment গণিত সমাধান - ৬ষ্ঠ শ্রেণী

৬ষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান - এ্যাসাইনমেন্ট ৫ম


  • ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান 
  • ৫ম এ্যাসাইনমেন্ট সমাধান
  • assignment 5 math
  • math class 6 
  • math solution 5th assignment



সমাধানঃ
প্রশ্ন-১
ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা,
=(২৫x১০০)÷৭৫%
=২৫০০÷৭৫%
=৩৩.৩৩৩% (প্রায়)
[দশমিকে না করে পূর্ণসংখ্যা আকারেও উত্তর রাখা যাবে]

খ) ২৫ টি আম পচে যাওয়ার পর বাকি ভালো আমের সংখ্যা,
=(২৫০-২৫)টি
=২২৫টি

অতএব,
২৫০ টি আমের মধ্যে ভালো আছে ২২৫ টি
১ টি আমের মধ্য ভালো আছে ২২৫÷২৫০টি
১০০ টি আমের মধ্যে ভালো আছে (২২৫x১০০)÷২৫০টি বা ৯০ টি
উত্তরঃ ভালো আছে ৯০%

গ) ১০% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ টাকা।
একটি আমের দাম ৩০ টাকা
অতএব, ২৫০ টি আমের ক্রয় মূল্য (২৫০x৩০)=৭৫০০টাকা

এখন, ১০% লাভে ক্রয় মূল্য ৭৫০০ টাকায় লাভ হত,
(৭৫০০x১০)÷১০০ =৭৫০টাকা

সুতারং মোটের উপর ১০% লাভে বিক্রয় মূল্য,
=(৭৫০০+৭৫০)টাকা
=৮২৫০টাকা

২২৫ টি আম বিক্রয় করতে হবে ৮২৫০টাকায়
অতএব, ১টি আম বিক্রয় করতে হবে,
(৮২৫০÷২২৫)=৩৬.৬৭টাকা (প্রায়)
 
উত্তরঃ প্রতিটির বিক্রয় মূল্য ৩৬.৬৭ টাকা(প্রায়)
[দশমিকে না করে পূর্ণসংখ্যা আকারেও উত্তর রাখা যাবে]


সমাধানঃ
প্রশ্ন-২
ক) -15<6 এবং (6+5)=11

খ)  -(-15)+(-11)+6
= 15 - 11 + 6
= 21 - 11
= 10

গ) সংখ্যারেখার সাহায্যে -15 ও 6 এর যোগ, অর্থাৎ, (-15)+6 নির্ণয়ঃ
প্রথমে একটি সংখ্যারেখা আকি।
সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌছাই। তারপর -15 বিন্দুর ডান দিকে 6 ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌছাই। তাহলে, -15 ও 6 এর যোগফল হবে , (-15)+(+6)=-9
সংখ্যারেখার সাহায্যে যোগ, ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান, ৫ম এ্যাসাইনমেন্ট সমাধান, assignment 5 math, math class 6, math solution 5th assignment
সংখ্যারেখায় যোগ -15 ও 6



সংখ্যারেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগ, অর্থাৎ, 11-(+6) নির্ণয়ঃ
প্রথমে একটি সংখ্যারেখা আকি। পূর্ণসংখ্যা 11 থেকে 6 বিয়োগের জন্য সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌছাই। এর পর 11 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌছাই। সুতারং আমরা পাই, 11-(+6)=11-6=5
সংখ্যারেখার সাহায্যে বিয়োগ, ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান, ৫ম এ্যাসাইনমেন্ট সমাধান, assignment 5 math, math class 6, math solution 5th assignment
সংখ্যারেখায় বিয়োগ 11 ও 6




সমাধানঃ
প্রশ্ন-৩
ক) (X x 7) - (Y x 3)

খ) a b + (c x 8)

গ) (a + b) ÷ (x - y)

ঘ) (X x 9) x 7

ঙ) মনেকরি, একটি সংখ্যা  X এবং অপর একটি সংখ্যা Y
X এর দ্বিগুন = 2X
এবং Y এর 3 গুণ = 3Y

অতএব, যোগফল = 2X + 3Y



সমাধানঃ
প্রশ্ন-৪

ক) 1 টি কলমের দাম c টাকা
 অতএব, 5 টি কলমের দাম=5c টাকা
 
আবার, 1 টি খাতার দাম a টাকা
অতএব, 3 টি খাতার দাম=3a টাকা

মোট দাম=(5c+3a)টাকা


খ) 1 টি বই এর দাম b টাকা
 অতএব, 10 টি বই এর দাম=10b টাকা
 
আবার, 1 টি খাতার দাম a টাকা
অতএব, 4 টি খাতার দাম=4a টাকা

মোট দাম=(10b+4a)টাকা


গ) 1 টি খাতার দাম a টাকা
অতএব, 8 টি খাতার দাম=8a টাকা

আবার, 1 টি বই এর দাম b টাকা
অতএব, 6 টি বই এর দাম=6b টাকা

আবার, 1 টি কলমের দাম c টাকা
অতএব, 9 টি কলমের দাম=9c টাকা
 

মোট দাম=(8a+6b+9c)টাকা



৬ষ্ঠ শ্রেণীর গণিতের ৫ম এ্যাসাইনমেন্ট এর সমাধান পেয়ে আশাকরি সকলে খুব খুশি হয়েছ। 6th assignment for class 6 (six) Math solution দিতে পেরে আমরা খুবি আনন্দিত। আমাদের সাথেই থাকুন ৫ম এ্যাসাইনমেন্ট বা 5th assignment গণিত বা Math 
সমাধান বা Solution টি সনামধন্য শিক্ষকের পরামর্শে যাচাই করে সমাধান নিশ্চিত করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীর ৫ম এ্যাসাইনমেন্ট সমাধান বা 5th assignment solution for class 6 টি বন্ধুদের শেয়ার করতে ভুলো না।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon