শুক্রবার

Class 7 Math Answer Assignment

৭ম শ্রেণী গণিত এসাইনমেন্ট উত্তর 


  • class 7 assignment answer or solution 
  • assignment answer math
  • সপ্তম গণিত এসাইনমেন্ট উত্তর 
  • এসাইনমেন্ট উত্তর
  • এসাইনমেন্ট, এ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 


class seven math, assignment answer, 6th assignment, ৭ম শ্রেণী, এসাইনমেন্ট উত্তর, math solution, class 7, গণিত, এসাইনমেন্ট, এ্যাসাইনমেন্ট, সপ্তম গণিত
7 assignment answer math


এসাইনমেন্ট ১ নং প্রশ্নের উত্তরঃ

খ) অপেক্ষা করুন

গ) কোন <B, <C এবং <A কোন তিনটি কেটে আলাদা করি, প্রমাণ করতে হবে যে কোন গুলো একত্রে এক সরলকোণ।

[এখানে চিত্র আকতে হবে, চিত্রটি পেতে এখানে ক্লিক করুন]

প্রমাণঃ

প্রথমে যে কোন একটি রেখা PQ নিই। PQ এর উপরস্থ একটি বিন্দু O নিই। এবার কেটে নেওয়া <B এর শীর্ষ বিন্দু O বিন্দুতে রেখে এর এক বাহু OQ রশ্মি বরাবর রাখি। চাঁদার সাহায্যে <B মেপে দেখি যে এর পরিমাণ ১১০⁰। এবার কেটে নেওয়া <C এর এক বাহু কে <B এর অপর বাহু বরাবর রাখি। এবং <C এর শীর্ষ বিন্দু O বিন্দুতে রাখি। চাঁদার সাহায্যে মেপে দেখি যে এর পরিমাণ ২৫⁰। এবার কেটে নেওয়া <A এর এক বাহু কে <C এর অপর বাহু বরাবর রাখি। এবং <A এর শীর্ষ বিন্দু O বিন্দুতে রাখি। চাঁদার সাহায্যে মেপে দেখি যে এর পরিমাণ ৪৫⁰। < এর এক বাহু কে <A এর এক বাহু বরাবর রাখলে দেখা যায় যে <A এর অপর বাহু OP রশ্মির উপর পড়ে এবং  বাহু বরাবর পুরো পুরি মিলে যায়। চিত্রে PQ সরলরেখা যেখানে,
<POQ=এক সরলকোন
বা, ১৮০⁰=এক সরলকোন
বা, ১১০⁰+২৫⁰+৪৫⁰=এক সরলকোন
বা, <B+<C+<A= এক সরলকোন
অতএব, কোন তিনটি একত্রে এক সরলকোণ।


Assignment ২ নং প্রশ্নের সমাধানঃ


ক) প্রাপ্ত উচ্চতাকে মানের উর্ধব ক্রমে সাজিয়ে বিন্যস্ত করা হলঃ ১০৩,১০৩,১০৩,১০৪,১০৪,১০৪,১০৪,১১৪,১১৪,১১৪,১১৫,১১৫,১১৫,১১৫,১১৫,১২০,১২০,১২০,১২৫,১২৫,১২৫,১৩০,১৩০,১৩০,১৩০,১৩০,১৩০,১৩৫,১৩৫,১৩৫


খ) প্রাপ্ত উচ্চতা দ্বারা আয়ত লেখ অংকনের জন্য গণসংখ্যা সারণি তৈরি করা হল।

উচ্চতা(সে.মি)ট্যালি চিহ্নগনসংখ্যা
১০৩পাশের গনসংখ্যা
১০৪অনুযায়ী
১১৪ট্যালি চিহ্ন
১১৫দিয়ে নিজে
১২০এই ঘর
১২৫গুলো
১৩০পূর্ণ
১৩৫করে নাও
------n=৩০

গ্রাফ পেপারে যা লিখে ছবি আকতে হবেঃ
ছক কাকজে, xox' কে ভুজ  yoy' কে কোটি, o কে মূল বিন্দু এবং x অক্ষ বরাবর প্রত্যেক ক্ষুদ্রতম ৫ বর্গের বাহুকে এক একক এবং y অক্ষ বরাবর প্রত্যেক ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে এক একক ধরি। x অক্ষ কে উচ্চতা এবং y  অক্ষকে গনসংখ্যা হিসেবে  ধরে পাপ্ত তথ্য দ্বারা আয়ত লেখ অঙ্কন করে বেশি সংখ্যাক ছাত্রদের উচ্চতার আয়ত লেখ ছক কাগজে দেখানো হল।

[গ্রাফে আকা চিত্র পেতে এখানে ক্লিক কর]



সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ

১. (-p+6) এর বর্গ
=(-p+6)²
=p²-12p+36

২. দেওয়া আছে, p+q=7 এবং p-q=3
2(p²+q²)
=(p+q)²+(p-q)²
=7²+3²
=49+9
=58

৩.
১ম রাশি=3a²bc=3.a.a.b.c
২য় রাশি=5ab²d=5.a.b.b.d
৩য় রাশি=a³cd²=a.a.a.c.d.d
অতএব, নির্ণেয় ল.সা.গু=3.5.a.a.a.b.b.c.d.d=15a³b²cd²

৪.
১ম রাশি=x³-25x
=x(x²-5²)
=x(x+5)(x-5)
২য় রাশি=x²-2x-15
=x²-5x+3x-15
=x(x-5)-3(x-5)
=(x-5)(x-3)
নির্ণেয় গ.সা.গু=x-5

৫. (a-3)²-2(a-3)(a+3)+(a+3)²
=(a-3-a-3)²
=36

৬. ১ম পদ = 49x² = (7x)²
২য় পদ = 4y² = (2y)²
সুতারং পূর্ণবর্গ হতে হলে সংখ্যাটির সাথে যোগ করতে হবে= 2.7x.2y=28xy

৭. x²-4xy-9z²+4y থেকে x-2y+3z এর ভাগফল হবে নির্ণেয় উৎপাদক।
এখানে, (x²-4xy-9z²+4y²)÷(x-2y+3z)
={x²-2.x.2y+(2y)²-(3z)²}÷(x-2y+3z)
={(x-2y)²-(3z)²}÷(x-2y+3z)
={(x-2y+3z)(x-2y-3z)}÷(x-2y+3z)
=(x-2y-3z)
অতএব,
একটি x-2y+3z হলে, অপর টি x-2y-3z

৮. সঠিক তথ্য যাচাই-
(i) বামপক্ষ= (2x+3y)(2x-3y)
=(2x)²-(3y)²
=4x²-9y²
=ডানপক্ষ
অতএব, তথ্যটি সঠিক।
(ii) তথ্যটি সঠিক কারন এটি a²+b² এর সূত্র মেনেছে।
(iii) তথ্যটি সঠিক নয় কারন এটি (a-b)² এর সূত্র মানেনি।

৯. দেওয়া আছে,
(x-y)²=29
অতএব,
(x+y)²
=(x-y)²+4xy
=29+4xy

১০.
x²+5x-6
=x²+6x-x-6
=x(x+6)-1(x+6)
=(x+6)(x-1)

১১.
5(x-3)=10
বা, x-3=2
বা x= 5
সমীকরণ টির মূল 5

১২. পক্ষান্তর বিধি

১৩. (-1,3) বিন্দুটি ২য় চতুর্থ ভাগে অবস্থিত।

১৪. ভূজের মান 0 হলে তা Y অক্ষে অবস্থিত।

১৫. মনে করি সংখ্যাটি X
প্রশ্ন মতে, X-(-6)=-12
বা, X+6=-12
বা, X=-18
অতএব সংখ্যাটি -18

১৬.
X এর এক চতুর্থাংশ=X÷4
এটির উত্তর পরে দেওয়া হবে----



৬ষ্ঠ এসাইনমেন্ট গণিত নিয়ে কিছু কথাঃ



৭ম শ্রেণীর গণিত এ্যাসাইনমেন্ট এর উত্তর (answer/solution) পেয়ে আশাকরি সকলে খুব খুশি হয়েছ। assignment for class 7 (seven) Math Answer দিতে পেরে আমরা খুবি আনন্দিত। আমাদের সাথেই থাকুন  এ্যাসাইনমেন্ট বা assignment গণিত বা গণিত এসাইনমেন্ট বা এ্যাসাইনমেন্ট বা Assignment টি সনামধন্য শিক্ষকের পরামর্শে যাচাই করে  নিশ্চিত করা হয়েছে। সপ্তম শ্রেণীর এ্যাসাইনমেন্ট গণিত  বা assignment math answer/solution for class 7 টি বন্ধুদের শেয়ার করতে ভুলো না।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon