মঙ্গলবার

Connector এর নিয়ম ও ব্যবহার - সহজ পদ্ধতি

Connector বা Linker করার নিয়ম ও ব্যবহার


এখানে যা থাকছে---

  • Connector বলতে কি বোঝায়
  • Connector বা  linker এর নিয়ম
  • Connectors এর ব্যবহার
  • Connector করার সহজ নিয়ম
  • Connector এর প্রকারভেদ


Connector বলতে কি বোঝায়, Connector এর নিয়ম, Connectors এর ব্যবহার, Connector করার সহজ নিয়ম, Connector এর প্রকারভেদConnector এর ব্যবহার ও নিয়ম

Connector কাকে বলে Connector বা Linker বলতে কি বোঝায়ঃ

ইংরেজি connect শব্দের বাংলা আভিধানিক অর্থ সংযোগ করা বা যুক্ত করা। সুতরাং যে যুক্ত করে তাকে connector বলে। সাধারণত sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ বা শব্দ সমষ্টি অর্থাৎ word বা phrase তার পূর্বের বা আগের বাক্যের সাথে সেই বাক্যের সংযোগ স্থাপন করে বা connect স্থাপন করে বা link স্থাপন করে তাকে connector বা সংযোগ স্থাপনকারী শব্দ বা শব্দ সমষ্টি বলে। Connector যেহেতু সংযোগ স্থাপনকারী word বা phrase তাই Connector কে এক ধরণের linker বলা হয়ে থাকে। অন্যদিকে Connecter বা linker এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোগ স্থাপন করে বলে connector মূলত এক ধরণের সংযোগ স্থাপনকারী অব্যয় বা conjunction.



Connecter কত প্রকার বা এর প্রকারভেদঃ

Connector মূলত এক ধরণের conjunction বা সংযোজক অব্যয়। ব্যবহারের উপর ভিত্তি করে, Connecter বা linker বা conjunction জাতীয় word বা phrase কে সাধারণত ৩ ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

  • ১. Subordinating connector বা conjunction
  • ২. Coordinating connector বা conjunction
  • ৩. Correlative connector বা conjunction


[Conjunction সম্পর্কে বিস্তারিত জানতে 1timeschool.com এর conjunction আর্টিকেলটি পড়ুন]



কিছু Connectors  বা Linkers:

At firs, firstly, at last, lastly, who, whom, whose, what, where, since, as, when, that, so that, in the first place, in the end, in the same way, in addition to, in the same manner, in conclusion, in order that, in order to, on the other hand, on the contrary, at the beginning, secondly, similarly, third, thirdly, finally, besides, to concluded, next, then, after that, after word, in lieu of, in fine, in short, in brief, instead of, inspite of, despite, for instance, for example, to conclude, to sum up, as for example, therefore, moreover, furthermore, though, although, consequently, nevertheless, such as, as a result, hence, as soon as, as well as, so---that, both---and, not only---but also, no sooner had---than, while, yet, either---or, neither---nor, otherwise, therefore, Till the end, To the last, To a close, as if, as though, as it, yet, long long ago, many day ago, once upon a time, once, in the past, in ancient time, though, although, enough to, By all means, Any how, Any way, In any cost, For, On account of, Due to, Owing to, Because, Because of, wherever, whenever, Whether--or, Whether, That, In order that, Sothat, In order to, whatever, Unfortunately, Unluckily, Unexpectedly, Whoever.



গুরুত্বপূর্ণ Connector বা linker সমূহের অর্থঃ

Connectorsবাংলা অর্থ
  1. At first
  2. firstly
  3. at last
  4. lastly
  5. who
  6. whom
  7. whose
  8. what
  9. where
  10. since
  11. as
  12. when
  13. that
  14. so that
  15. in the first place
  16. in the end
  17. in the same way
  18. in addition to
  19. in the same manner
  20. in conclusion
  21. in order that
  22. in order to
  23. on the other hand
  24. on the contrary
  25. at the beginning
  26. secondly
  27. similarly
  28. third
  29. thirdly
  30. finally
  31. besides
  32. to concluded
  33. next
  34. then
  35. after that
  36. after word
  37. in lieu of
  38. in fine
  39. in short
  40. in brief
  41. instead of
  42. inspite of
  43. despite
  44. for instance
  45. for example
  46. to conclude
  47. to sum up
  48. as for example
  49. therefore
  50. moreover
  51. furthermore
  52. though
  53. although
  54. consequently
  55. nevertheless
  56. such as
  57. as a result
  58. hence
  59. as soon as
  60. as well as
  61. so---that
  62. both---and
  63. not only---but also
  64. no sooner had---than
  65. while
  66. yet
  67. either---or
  68. neither---nor
  69. otherwise
  70. therefore
  71. Till the end
  72. To the last
  73. To a close
  74. as if
  75. as though
  76. as it
  77. yet
  78. long long ago
  79. many day ago
  80. once upon a time
  81. once
  82. in the past
  83. in ancient time
  84. though
  85. although
  86. enough to
  87. By all means
  88. Any how
  89. Any way
  90. In any cost
  91. For
  92. On account of
  93. Due to
  94. Owing to
  95. Because
  96. Because of
  97. wherever
  98. whenever
  99. Whether--or
  100. Whether
  101. That
  102. In order that
  103. Sothat
  104. In order to
  105. whatever
  106. Unfortunately
  107. Unluckily
  108. Unexpectedly
  109. Whoever
  110. Surely
  111. of course
  112. no doubt
  113. Undoubtedly
  114. Above all
  115. if--not
  116. unless
  117. if
  118. even if
  119. all on a sudden
  120. suddenly
  121. even now
  122. till now
  123. still
  124. till
  125. untill
  126. According to
  127. Accordingly
  128. in accordance with
  129. As like as
  130. Alike
  131. Similarly
  132. In the same way
  133. rather--than
  134. The other
  135. Another
  136. The latter
  137. Of course
  138. Really
  139. Actually
  140. Indeed
  141. In fact
  142. In case
  143. In any case
  144. however
  145. after all
  146. while
  147. thus
  148. in this way
  149. Prior to that
  150. always
  151. usually
  152. generally
  153. as usual
  154. most often
  155. very often
  156. frequently
  157. sometimes
  158. at times
  159. first of all
  160. initially
  161. primarily
  162. in the beginning
  163. at the start
  164. in the first place
  165. for intance
  166. for example
  167. such as
  168. like
  169. namely
  170. that is to say
  171. otherwise
  172. lest
  173. on the other hand
  174. on the contrary
  175. instead of that
  176. whereas
  177. in contrast
  178. at present
  179. at the present time
  180. now a days
  181. too
  182. also
  183. as well as
  184. at the same time
  185. after that
  186. subsequently
  187. then
  188. coincidentally
  189. including
  190. consisting of
  191. comprising
  192. neither--nor
  193. either--or
  194. not only--but also
  195. and
  196. along with
  197. together
  198. Moreover
  199. besides
  200. in addition
  201. in a addition to that
  202. further more
  203. in addition to
  204. again
  205. in other words
  206. in the other way
  207. in short
  208. in brief
  209. in a few words
  210. in a word
  211. in a nutshell
  212. in fine
  213. in conclusion
  214. to sum up
  215. to summarize
  216. on the whole
  217. for this
  218. for this reasons
  219. that is why
  220. this is why
  221. thus
  222. or
  223. but
  224. as a consequence
  225. consequently
  226. therefore
  227. so
  228. hence
  1. প্রথমে
  2. প্রথমত
  3. শেষ পর্যন্ত
  4. শেষ পর্যন্ত
  5. কে
  6. কাকে
  7. কার
  8. কী
  9. কোথায়
  10. যেহেতু
  11. মত
  12. কখন
  13. যাতে
  14. প্রথম স্থানে
  15. শেষে
  16. একইভাবে
  17. ছাড়াও
  18. মধ্যে একই পদ্ধতিতে
  19. উপসংহারে
  20. নির্দেশ অনুসারে
  21. যাতে
  22. অন্য দিকে
  23. বিপরীতে
  24. শুরুতে
  25. দ্বিতীয়ত
  26. একইভাবে
  27. তৃতীয়
  28. তৃতীয়ত
  29. অবশেষে
  30. পাশাপাশি
  31. উপসংহারে
  32. পরবর্তী
  33. তারপর
  34. তার পরে
  35. শব্দের পরে
  36. পরিবর্তে
  37. জরিমানা
  38. সংক্ষেপে
  39. সংক্ষিপ্তভাবে
  40. পরিবর্তে
  41. সত্ত্বেও
  42. সত্ত্বেও
  43. উদাহরণস্বরূপ
  44. উদাহরণস্বরূপ
  45. উপসংহারে
  46. সারসংক্ষেপ
  47. উদাহরণস্বরূপ
  48. অতএব
  49. অধিকন্তু
  50. উপরন্তু
  51. যদিও
  52. যদিও
  53. ফলস্বরূপ
  54. তথাপি
  55. যেমন
  56. ফলস্বরূপ
  57. অতঃপর
  58. যত তাড়াতাড়ি
  59. সেইসাথে
  60. তাই--- যে
  61. উভয়--- এবং
  62. শুধু নয়--- বরং
  63. শীঘ্রই ছিল---এর চেয়ে
  64. যদিও
  65. এখনো
  66. হয়---বা
  67. না---না
  68. অন্যথায়
  69. তাই
  70. শেষ পর্যন্ত
  71. শেষ পর্যন্ত
  72. একটি বন্ধ করতে
  73. যেন
  74. যদিও
  75. এটা হিসাবে
  76. এখনো
  77. অনেক অনেক আগে
  78. অনেক দিন আগে
  79. এককালে
  80. একদা
  81. অতীতে
  82. প্রাচীন সময়
  83. যদিও
  84. যদিও
  85. যথেষ্ট
  86. সব উপায়ে
  87. যে কোন উপায়
  88. যে কোনো উপায়
  89. যে কোন মূল্যে
  90. জন্য
  91. কারণে
  92. কারণে
  93. কারণে
  94. কারণ
  95. কারণে
  96. যেখানেই
  97. যখনই
  98. কিনা বা
  99. কিনা
  100. যে
  101. নির্দেশ অনুসারে
  102. সোথত
  103. যাতে
  104. যাই হোক
  105. দুর্ভাগ্যবশত
  106. দুর্ভাগ্যবশত
  107. অপ্রত্যাশিতভাবে
  108. যে কেউ
  109. নিশ্চয়ই
  110. অবশ্যই
  111. কোনো সন্দেহ নেই
  112. নিঃসন্দেহে
  113. সর্বোপরি
  114. যদি না
  115. যদি না
  116. যদি
  117. যদিও
  118. হঠাৎ করে
  119. হঠাৎ
  120. এমনকি এখনো
  121. এখন পর্যন্ত
  122. এখনও
  123. পর্যন্ত
  124. পর্যন্ত
  125. অনুসারে
  126. সেই অনুযায়ী
  127. অনুসারে
  128. যেমন পছন্দ
  129. অনুরূপ
  130. একইভাবে
  131. একই পথে
  132. বরং
  133. অন্যটি
  134. আরেকটা
  135. পরেরটি
  136. অবশ্যই
  137. সত্যিই
  138. আসলে
  139. প্রকৃতপক্ষে
  140. আসলে
  141. ক্ষেত্রে
  142. যে কোনো ক্ষেত্রে
  143. যাহোক
  144. সর্বোপরি
  145. যখন
  146. এইভাবে
  147. এইভাবে
  148. পূর্বে যে
  149. সর্বদা
  150. সাধারণত
  151. সাধারণত
  152. সচরাচর
  153. প্রায়শই
  154. খুব প্রায়ই
  155. ঘন ঘন
  156. কখনও কখনও
  157. মাঝে মাঝে
  158. সবার আগে
  159. প্রাথমিকভাবে
  160. প্রাথমিকভাবে
  161. প্রারম্ভে
  162. শুরুতে
  163. প্রথম অবস্থানে
  164. উদাহরণের জন্য
  165. উদাহরণ স্বরূপ
  166. যেমন
  167. পছন্দ
  168. যথা
  169. ঐটাই বলতে হবে
  170. অন্যথায়
  171. পাছে
  172. অন্য দিকে
  173. অপরদিকে
  174. ঐটার পরিবর্তে
  175. যেখানে
  176. বিপরীতে
  177. বর্তমানে
  178. বর্তমান সময়ে
  179. এখন একটি দিন
  180. খুব
  181. এছাড়াও
  182. সেইসাথে
  183. একই সময়ে
  184. তারপর
  185. পরবর্তীকালে
  186. তারপর
  187. কাকতালীয়ভাবে
  188. সহ
  189. এর মধ্যে রয়েছে
  190. গঠিত
  191. মোটেও না
  192. এটা বা ওটা
  193. শূুধু এটা না ওটাও
  194. এবং
  195. সাথে
  196. একসাথে
  197. তাছাড়া
  198. ছাড়াও
  199. এছাড়াও
  200. যে ছাড়াও
  201. আরো আরো
  202. ছাড়াও
  203. আবার
  204. অন্য কথায়
  205. অন্যভাবে
  206. সংক্ষেপে
  207. সংক্ষেপে
  208. কিছু কথায়
  209. সংক্ষেপে
  210. সংক্ষেপে
  211. জরিমানা
  212. উপসংহারে
  213. যোগফল
  214. সংক্ষেপ
  215. সমগ্রভাবে
  216. এই জন্য
  217. এই কারণে
  218. এই কারণে
  219. এই জন্যই
  220. এইভাবে
  221. বা
  222. কিন্তু
  223. এর ফলে
  224. অতএব
  225. তাই
  226. তাই
  227. তাই



Connector এর নিয়ম বা Connector এর ব্যবহারঃ

Connector করার নিয়ম ও ব্যবহার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম প্রতিটি connector এর ব্যবহার যোগ্য অর্থ জানা আবশ্যক। আশা করি উপরের তালিকা থেকে connectors গুলোর অর্থ মোটা মুটি আয়ত্ত করতে পেরেছি। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ connectors এর নিয়ম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল-

  • Connector হিসেবে Unfortunately বা Unluckily বা Unexpectedly এর ব্যবহারঃ

Unfortunately বা Unluckily বা Unexpectedly অর্থ দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত। সাধারণত ভালো কিছু আশা করার পরো খারাপ কিছু ঘটলে Unfortunately বা Unluckily বা Unexpectedly শব্দ গুলো connector হিসেবে ব্যবহার করা হয়।

যেমন- সে জয়লাভ করতে চেয়েছিল দুর্ভাগ্যবশত সে সফল হতে পারে নি=He wants to win, unfortunately he can not be success. 



  • Connector হিসেবে In order to এর ব্যবহারঃ

সাধারণত কোনো কিছু করার উদ্দেশ্যে কিছু করা অর্থে in order to ব্যবহার করা হয়।

যেমন- সে পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে বেশি করে পড়ে=He reads more in order to make a good result.



  • Connector হিসেবে In order that বা sothat এর ব্যবহারঃ

সাধারণত complex sentence এ বাক্যের দুটি অংশের মাঝে sothat বা in order that ব্যবহার করা হয়। Sothat বা in order that অর্থ যাতে। দুটি কাজের একটি করার কারণে অন্যটি করা হয় বোঝাতে in order that বা sothat ব্যবহার করা হয়।

যেমন- সে বেশি করে পড়ে যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারে=He reads more sothat he can make a good result.



  • Connector হিসেবে That এর ব্যবহারঃ

That অর্থ ঐটা বা সেটা বা যে বা যা বা যেটা।

যেমন- যে আমাকে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল=He told me that he went to school.



  • Connector হিসেবে Whether  বা Whether--or এর ব্যবহারঃ

হবে কি হবে না, করবো কি করবো না, যাবো কি যাবো না এমন অনিশ্চয়তা বোঝাতে Whether বা Whether--or ব্যবহার করা হয়ে থাকে। 

যেমন- আমি জানি না যে সে খাবে কি খাবে না=I do not know whether he eat or do not eat.



  • Connector হিসেবে Whatever এর ব্যবহারঃ

Whatever অর্থ যা কিছু। সাধারণত যা কিছু চাওয়া হোক না কেন, যা কিছু আশা করা হোক না কেন অর্থে whatever ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- তুমি যাকিছুই তুমি আশাকর না কেন, সে আসবে না=Whatever you hope, he will not come.



  • Connector হিসেবে Whenever এর ব্যবহারঃ

Whenever অর্থ যে কোন সময় বা যখনি হোক না কেন। অনির্দিষ্ট সময় বোঝাতে whenever ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- যখনি তুমি আমাকে ডাকবে, আমি ফিরে আসবো=Whenever you call me, I will come back.



  • Connector হিসেবে Whoever এর ব্যবহারঃ

Whoever অর্থ যে কেও হোক বা যে কেও হোক না কেন। সাধারণত অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে whoever এর ব্যবহার করা হয়ে থাকে।

যেমন-সে যে কেও হোক না কেন, আমি তাকে পছন্দ করি না=Whoever he is, I do not like him.



  • Connector হিসেবে Wherever এর ব্যবহারঃ

Wherever অর্থ যে কোনো যায়গায় বা যেখানেই হোক। সাধারণত সর্বস্থানে বোঝাতে wherever ব্যবহার করা হয়।

যেমন- তুমি যেখানেই যাও, আমাকে তুমি পাবে না=wherever you go, you will not get me.



  • Connector হিসেবে Since বা  As বা When বা For বা On account of বা Due to বা Owing to বা Because বা Because of এর ব্যবহারঃ

Since বা  As বা When বা For বা On account of বা Due to বা Owing to বা Because বা Because of সাধারণত কারণে বা জন্যে বা যেহেতু বা সেহেতু অর্থে ব্যবহার করা হয়। একটি কাজের কারণে অন্য একটি কাজ সংঘটিত হয় বোঝাতে এগুলো connectors ব্যবহার করা যায়।

যেমন- তার দারিদ্রতার কারণে সে বেশি খেতে পারে না=Because of his being poor, he can not eat more.



  • Connector হিসেবে By all means বা  Any how বা Any way বা In any cost এর ব্যবহারঃ

By all means বা  any how বা any way বা in any cost সাধারণত যে কোনো প্রকারে বা যে কোনো উপায়ে অর্থে ব্যবহার করা হয়। কোনো কাজ যে কোনো উপায়ে সার্বিক ভাবে করা অর্থে এই connectors বা linkers গুলো ব্যবহার করা হয়।

যেমন- যে কোন উপায়ে তুমি অবশ্যই কাজটি করবে=You must do the work any how.



  • Connector হিসেবে Though বা  Although এর ব্যবহারঃ

Though বা although  অর্থ যদিও। একটি কাজ হওয়ার ফলে অন্য একটি কাজ হওয়ার কথা কিন্তু তা না হয়ে বিপরীত কিছু ঘটলে though বা although ব্যবহার করা হয়।

যেমন- যদিও সে গরীব তবুও সে সৎ=Though he is poor, he is honest.



  • Connector হিসেবে In spite of বা  Despite এর ব্যবহারঃ

In spite of বা  Despite অর্থ 'সত্ত্বেও'। সাধারণত একটি কাজ সংঘটিত হওয়ার ফলে অন্য একটি কাজ হওয়ার কথা কিন্তু হয় নি বরং বিপরীত কিছু হয়েছে, এমন অর্থে inspite of বা despite ব্যবহার করা হয়। inspite of এর পর verb এর সাথে ing যোগ করতে হয় তবে despite এর পর যোগ করার প্রয়োজন হয় না।

যেমন- সে গরীব হওয়া সত্ত্বেও সৎ= Inspite of his being poor, he is honest.



  • Connector হিসেবে As if বা  As though বা As it এর ব্যবহারঃ

As if বা As though অর্থ "যেন" আর As it অর্থ "যেন ইহা"। সাধারণত অবাস্তব কল্পনা বা বাস্তব নয় এমন কল্পনার সাথে কোনো কিছুর তুলনা বোঝাতে as if/as though/as it ব্যবহার করা হয়। As if/as though এর পর যে subject বসে তার পর verb হিসেবে was/were বসে এবং subject যদি একজন ব্যক্তি বা বস্তু হয় তখন were আর বেশি হলে was বসাতে হয়। অবাস্তব কল্পনা অর্থে এমন উল্টা বসাতে হয়। অন্য দিকে as it এর বেলায় it এর পরপরি were বসাতে হয়। 

যেমন- সে এমন ভাবে কথা বলছে যেন সে একজন রাজা=He speaks as if he were a king.



  • Connector হিসেবে Till the end বা To the last বা To a close এর ব্যবহারঃ

কোনো কাজের সাথে কিছুকে প্রথম থেকে যুক্ত করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা অর্থে till the end, to the last, to a close ব্যবহার করা হয়। 

যেমন- শেষ না হওয়া পর্যন্ত সে পরীক্ষায় উপস্থিত ছিল =He was present in the exam till the end.



  • Connector হিসেবে Yet এর ব্যবহারঃ

Yet অর্থ 'তখনো' বা 'এর পরেও' । সাধারণত কোনো কাজ সংঘটিত হওয়ার ফলে অন্য আরেকটি কাজ সংঘটিত হওয়া ঠিক নয় তার পরেও সংঘটিত হয়েছে এমন অর্থে yet ব্যবহার করা হয়। 

যেমন- সে এক জন ছাত্র, এর পরেও সে স্কুলে যাই না=He is a student, yet he do not go to school.



  • Connector হিসেবে Long long ago বা  Many day ago বা Once upon a time বা Once বা In the past বা In ancient time এর ব্যবহারঃ

সাধারণত অতীতে কিছু ঘটেছিল বা বহু বছর আগে কিছু ঘটেছিল এমন ঘটনার বর্ণনা দিতে long long ago বা  many day ago বা once upon a time বা once বা in the past বা in ancient time এর ব্যবহার করা হয়। 

যেমন- কোনো এক সময়ে, এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতো=Once upon a time, there lived a old farmer in the village.



  • Connector হিসেবে Enough to এর ব্যবহারঃ

Enough to সাধারণত অসামর্থ্য বা যথেষ্ট প্রকাশ করতে ব্যবহার করা হয়। 

যেমন- এটি বই গুলো বহন করার মত এত শক্ত সামর্থ নয়=It is not so strong enough to load the books.



  • Connector হিসেবে Not only--but also এর ব্যবহারঃ

Not only--but also শুধু এই নয় আরো আছে অর্থে ব্যবহার করা হয়।

যেমন- শুধু রহিম নয় করিমো কাজটি পারে=Not only Rahim but also Karim can do the work.



  • Connector হিসেবে Either--or এর ব্যবহারঃ

Either--or অর্থ এইটি অথবা সেইটি অর্থে either--or ব্যবহার করা হয়।

যেমন-হয় সে অথবা তুমি কাজটি করবে=Either he or you will do the work.



  • Connector হিসেবে Neither --nor এর ব্যবহারঃ

এটাও নয় আবার ওটাও নয় অর্থে neither--nor ব্যবহার করা হয়।

যেমন- না তুমি না সে ভালো=Neither you nor he is good.



  • Connector হিসেবে Lest এর ব্যবহারঃ

Lest সাধারণত পাছে ভয় হয় এমন অর্থে ব্যবহার করা হয়।

যেমন- দ্রুত দৌড়াও, নইলে পাছে ট্রেনটি মিস করে ফেলবে=Run first, lest you should miss the train.



  • Connector হিসেবে Thus বা In this way এর ব্যবহারঃ

Thus বা In this way অর্থ এভাবে বা একই ভাবে। সাধারণত কোনো কাজ ধারাবাহিক ভাবে ঘটার পর একি ভাবে আরেকটি ঘটনা ঘটলে Thus বা In this way ব্যবহার করা হয়।

যেমন- সে একজন খারপ ছেলে, সে নিয়মিত স্কুলে যাই না, একই ভাবে সে সত্য কথা বলে না=He is a bad boy, he does not go to school. in this way he does not speak the truth.



  • Connector হিসেবে Of course বা Really বা Actually বা Indeed বা In fact এর ব্যবহারঃ

Of course বা Really বা Actually বা Indeed বা In fact অর্থ প্রকৃত পক্ষে। প্রকৃত পক্ষে কিছু ঘটে বা ঘটেছে বোঝাতে এসকল শব্দ ব্যবহার করা হয়।

যেমন- সে পরীক্ষায় পাশ করে নি, প্রকৃত পক্ষে সে বেশি পড়ে না=He do not pass in the exam, actually he do not read more.



  • Connector হিসেবে The other বা Another বা The latter এর ব্যবহারঃ

The other বা Another বা The latter অর্থ অন্যটি বা পরেরটি। একটার পর আরেকটা বোঝাতে The other বা Another বা The latter ব্যবহার করা যায়।

যেমন- রহিম এবং করিম উভয়ি ছাত্র। কিন্তু পরের জন একজন ভালো ক্রিকেটার=Both Rahim and Karim are students. But the latter is a good cricketer.



  • Connector হিসেবে Rather--than এর ব্যবহারঃ

Rather অর্থ বরং আর than অর্থ থেকে বা চেয়ে। এটা করার চেয়ে বরং এটা করবো এমন অর্থ প্রকাশ করতে rather--than ব্যবহার করা হয়।

যেমন-আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না=I will reather die than begg.



  • Connector হিসেবে As like as বা Alike বা Similarly বা In the same way এর ব্যবহারঃ

As like as বা Alike বা Similarly বা In the same way অর্থ একই ভাবে বা একি রকম। একটি কাজের মতো একি ভাবে অন্য আরেকটি কাজ সংঘটিত হলে এসকল Connectors ব্যবহার করা যায়।

যেমন- সে তার ভাইয়ের মতই কাজটি করেছিল=He did the work similarly his brother.



  • Connector হিসেবে According to বা Accordingly বা In accordance with এর ব্যবহারঃ

According to বা accordingly বা in accordance with সাধারণত কোনো কিছু অনুযায়ী বা অনুসারে কিছু ঘটে এমন অর্থে ব্যবহার করা হয়।

যেমন- সে আমার নির্দেশ অনুযায়ী কাজটি শেষ করেছিল=He finished the work according to my order.



  • Connector হিসেবে Even now বা Till now বা Still এর ব্যবহারঃ

Even now বা Till now বা Even অর্থ এখনো পর্যন্ত বা এখনো। সাধারণত কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝাতে Even now বা Till now বা Still ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- আমি তাকে বাড়ি আসতে বলেছিলাম, এখনো পর্যন্ত সে বাড়ি আসে নি=I told him to come home, even now he do not come.



  • Connector হিসেবে Till বা Untill এর ব্যবহারঃ

Till বা Untill অর্থ যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না। সাধারণত অপেক্ষমাণ সময় অর্থে Till  বা Untill ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- এখানে অপেক্ষা করুন, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি=Wait here, Untill I come back.



  • Connector হিসেবে If বা even if এর ব্যবহারঃ

If অর্থ যদি এবং even if অর্থ এমন কি যদি। সাধারণত একটি কাজ করলে অপর কাজটি হবে বা হয় এমন হ্যা বোধক শর্তযুক্ত বাক্যে if বা even if ব্যবহার করা হয়।

যেমন- যদি তুমি বেশি করে পড় তবে তুমি পরীক্ষায় পাশ করবে=If you read more, you will pass in the exam.



  • Connector হিসেবে If--not বা Unless এর ব্যবহারঃ

If--not বা Unless অর্থ যদি না। একটি না করলে অপারটি হয় না এমন শর্ত যুক্ত না বোধক অর্থে If--not বা Unless ব্যবহার করা হয়।

যেমন- যদি তুমি বেশি করে না পড়ো তবে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না= If you do not read more, you will not pass in the exam.



  • Connector হিসেবে Surely বা of course বা no doubt বা Undoubtedly এর ব্যবহারঃ

Surely বা of course বা no doubt বা Undoubtedly সাধারণত কোনোকিছু নিশ্চিন্ত ভাবে করা হবে এমন বোঝাতে ব্যবহার করা হয়।

যেমন-অবশ্যই আমি সেখানে যাবো=Of course I will go there.

  


  • Connector হিসেবে Above all এর ব্যবহারঃ

Above all অর্থ সর্বোপরি বা সব কিছু বিবেচনা পূর্বক। সাধারণত সবকিছু বিবেচনা করে কিছু দেখা যায় বা বোঝা যায় এমন অর্থ প্রকাশ করতে Above all ব্যবহার করা হয়।

যেমন-সর্বপরি, সে একজন ভালো ছাত্র=Above all, he is a good student.



  • Connector হিসেবে All on a sudden বা Suddenly এর ব্যবহারঃ

All on a sudden বা Suddenly অর্থ হঠাৎ। কিছু হঠাৎ করে ঘটে গেলে All on a sudden বা Suddenly ব্যবহার করা যায়।

যেমন- আমরা ভাত খাচ্ছিলাম, হঠাৎ সে উঠে দাঁড়িয়েছিল=We were eating rice, suddenly he stood up.


নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon