বৃহস্পতিবার

সাপ নিয়ে যত কুসংস্কার

সাপে কাটা নিয়ে অন্ধবিশ্বাস ও ভুল ধারণা


এখানে যা থাকছে---

  • সাপে কাটা নিয়ে ভুল ধারণা
  • সাপ নিয়ে যত কুসংস্কার
  • সাপ নিয়ে অন্ধবিশ্বাস
  • সাপ নিয়ে প্রচলিত ভুল তথ্য

সাপে কাটা নিয়ে ভুল ধারণা, সাপ নিয়ে যত কুসংস্কার, সাপ নিয়ে অন্ধবিশ্বাস, সাপ নিয়ে প্রচলিত ভুল তথ্য
সাপ নিয়ে কুসংস্কার


সাপ একটি নিরীহ প্রাণী। সাপের কিছু প্রজাতি বিষধর এবং কিছু প্রজাতি নির্বিষ। বিষধর সাপের কামড়ে অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। সাপ নিয়ে জল্পনাকল্পনার যেন শেষ নেই। সমাজে সাপ নিয়ে প্রচলিত রয়েছে নানান তথ্য। কল্পনা আর বাস্তবের ধারের কাছেও যায় না, এমন তথ্যে ভরপুর সমাজ। জাতী, বর্ণ, ধর্ম আর দেশ ভেদে এসব তথ্যে রয়েছে মজার মজার গল্প আর ভুল ভ্রান্তি।  আমাদের আজকের আলোচনা সাপ নিয়ে প্রচলিত সব কুসংস্কার নিয়ে।



সাপ নিয়ে যত কুসংস্কার ও প্রচলিত ভুল ধারণাঃ

  • ১. অনেকে মনে করে সাপের মাথায় মনি পাওয়া যায়। আসলে এ পর্যন্ত কেও কখনো সাপের মাথায় মনি বা অলংকার দেখতে পায় নি। গল্প আর সিনেমায় কল্পিত কাহিনীকে লোকে বাস্তব বলে মনে করে।
  • ২. অনেকে মনে করে সাপের বড় বড় দুটি কান আছে এবং সেই কান দিয়ে সাপ সবকিছু শুনতে পাই। বাস্তবতা আসলে পুরো উল্টো। সাপের কোনো কান নেই। সাপ জিহ্বা দিয়ে রেডিয়েশন বা তরঙ্গের মাধ্যমে শোনে।
  • ৩. অনেকে মনে করে সাপ দুধ খায় এবং জিহ্বা দিয়ে চেটে চেটে দুধ পান করে। বাস্তবতা হল, সাপ কখনোই দুধ পান করে না, সাপ ঘনঘন জিহ্বা বের করে কারণ সাপ জিহ্বা দিয়ে শোনে। 
  • ৪. অনেকে মনে করে সাপের বিষ তার দাতে থাকে। আসলে সাপের বিষ তার দাতে থাকে না। সাপের বিষ তার মাথায় বিষ থলিতে থাকে। শিকার ধরার সময় বিষ থলি সংকুচিত করে, ফলে বিষ থলি থেকে বিষ বের হয়ে বিষদাঁত দিয়ে শিকারের দেহে প্রবেশ করে।
  • ৫. অনেকে মনে করে একটি সাপ মারলে সেই সাপের সঙ্গী যে মারলো তাকে খুজে বের করে কামড়ায়। আসলে এটা সম্পূর্ণ ভূল ধারণা। সাপের স্মৃতিশক্তি খুবি দূর্বল। সে তার সঙ্গী মারার প্রতিশোধ নিতে পারে না।
  • ৬. অনেকে মনে করে সাপ বীণ বাজালে চলে আসে বা নাচে। আসলে এটা সম্পূর্ণ ভুল। সাপ বীণ বাজালে আসে না বরং ভয় পায়। আর সাপের সামনে বীণ বাজালে সে ভয় পেয়ে ফণি তুলে সজাগ দৃষ্টি রাখে।
  • ৭. অনেকে মনে করে সাপের এক চোখ কানা তাই চোখে কম দেখে। আসলে সাপের এক চোখ কানা নয়। তবে সাপ দিনে চোখে কম দেখে। রাতের আধারে সাপ আধুনিক নাইটভিশন চশমার চেয়ে ১০ গুণ বেশি দেখে।
  • ৮. অনেকে মনে করে সাপে কামড়ালে ওঝা বা গুনিন বিষ নামাতে পারে। আসলে ওঝা বা গুনিন কখনো বিষ নামাতে পারে না। কাওকে সুস্থ করতে পারে না। যারা এদের কাছে যেয়ে সুস্থ হয়, আসলে তাদের নির্বিষ সাপে কামড়েছিল অথবা শরীরে স্বল্প মাত্রায় বিষ ঢুকেছিল। এরা এমনিতেই সুস্থ হয়ে যেত।
  • ৯. অনেকে মনে করে সাপ রূপ বদলাতে পারে। আসলে সাপ এক ধরণের নিরীহ ও ইতর প্রাণী। এরা রূপ বদলাতে পারে না। তবে কিছু প্রজাতির সাপ আছে যারা গাছপালা ও নাটির রঙের সাথে মিশে যেতে পারে। ফলে এদের অবস্থান হঠাৎ বোঝা যায় না।
  • ১০. অনেকে মনে করে সাপে কামড়ালে সেই সাপ ধরে কামড়ে দিলে বিষ চলে যায়। এটা ভুল বরং সাপ ধরে কামড়ে দিতে গিয়ে পুনারয় সাপের কামড় খাওয়ার ঝুকি থাকে।
  • ১১. অনেকে মনে করে সাপ জেলে দের বেশি কামড়ায়। আসলে জেলেরা রাতে মাছ ধরতে বের হয়। সাপো রাতে শিকার ধরতে বের হয়। ফলে জেলেরা বেশি সাপের মুখোমুখি হয়। এতে হয়তো জেলেরা বেশি সাপের কামড় খেতে পারে।
  • ১২. অনেকে মনে করে। সাপে কাটা রোগিকে ভেলায় করে জলে ভাসিয়ে দিলে সেরে ওঠে। আসলে এটা ভুল। সাপে কাটা রোগীকে নির্বিষ সাপে কামড়ালে সেরে উঠতে পারে তবে বিষধর সাপে কামড়ালে ভেলায় ভাসিয়ে দিলে মৃত্যু অবধারিত।
  • ১৩. সাপে কাটা রোগীকে জোরে বাধন দিতে হয় বলে প্রচলিত আছে। আসলে এটা ঠিক নয়। কোথাও জোরে বাধলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাত পা অবশ হয়ে পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে।
  • ১৪. অনেকে মনে করে বিষধর সাপে কামড়ালে মৃত্যু হতে পারে। ধারণাটি ভুল। অনেক সময় নির্বিষ সাপের কামড়ে ভয় পেয়ে লোকে হার্ট এটাক করেও মারা যেতে পারে।
  • ১৫. অনেকে মনে করে সাপের পাচটি পা আছে। আসলে সাপের কোনো পা নেই, সাপের বুকের নিচে যে খোলস আছে তার মাধ্যমে সাপ চলাচল করে এবং শব্দ অনুধাবন করে।
  • ১৬. অনেকে মনে করে সাপ ফুলের ঘ্রাণে ফুলগাছের নিচে শুয়ে থাকে। আসলে এটা ভুল। ফুল ধরা গাছে পোকামাকড় আসে। সাপ পোকামাকড় খেতে আসে। পোকামাকড় খেয়ে পেট ভরেগেলে বিশ্রাম নিলেও নিতে পারে। সাপের ঘ্রাণ শক্তি দূর্বল। তাই ফুলের গ্রাণে সাপ ফুলগাছের নিচে শুয়ে থাকে না। সাপ ঝোপ ঝাড়ে থাকতে পছন্দ করে।
  • ১৭. সাপে কাটলে, ক্ষত স্থান ব্লেড দিয়ে কেটে ফেললে বিষ চলে যায়। এটা ভুল। বরং ব্লেড দিয়ে কাটলে বিষ চড়িয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে।
  • ১৮. ছোট সাপের বিষ কম বিষাক্ত। এটা ভুল। বিশাক্ত প্রজাতির ছোট বড় সব সাপের বিষ বিষাক্ত। এবং ছোট সাপে কামড়ালেও রোগী মারা যেতে পারে।



সাপ নিয়ে সঠিক তথ্যঃ

আসলে সাপ (Snakes)অন্যান্য ইতর প্রাণীদের মতই নিরীহ প্রাণী। সাপের বিষ মারাত্মক তাই আমরা সাপ কে এত ভয় পাই। আমাদের আশে পাশের বেশিরভাগ সাপ নির্বিষ সম্পন্ন। সাপ পোকামাকড়, খেয়ে ফসলের উপকার করে। সাপ নিয়ে গল্প আর নানাপ্রকার কল্পনা করার ফলেই সমাজে এমন কুসংস্কার প্রচলিত রয়েছে। সাপ একটি সম্পদ। তাই সাপ মারা কখনোই ঠিক নয়। সাপ মানুষকে ভয় পায়। বিপদে পড়ে সাপ মানুষকে কামড় দিতে বাধ্য হয়।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon