সোমবার

ফেসবুক থেকে আয়ের উপায় - বিস্তারিত

ফেসবুক থেকে আয় করার সহজ নিয়ম ও পদ্ধতি


এখানে যা থাকছে---

  • ফেসবুক থেকে আয় করার সহজ উপায়
  • ফেসবুক পেজ থেকে আয়
  • ফেসবুক গ্রুপ ইনকাম
  • ফেসবুকে ভিডিও আপলোড করে আয়
  • ফেসবুকে লাইক দিয়ে আয়
  • ফেসবুক ব্যবহার করে আয়ের সকল নিয়ম

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়, ফেসবুক পেজ থেকে আয়, ফেসবুক গ্রুপ ইনকাম, ফেসবুকে ভিডিও আপলোড করে আয়, ফেসবুকে লাইক দিয়ে আয়, ফেসবুক ব্যবহার করে আয়ের নিয়ম
  ফেসবুক থেকে আয়


সোশাল নেটওয়ার্ক হিসেবে Facebook খুবি জনপ্রিয়। বিশ্ব জ্ঞানকোষ উইকিপেডিয়ার তথ্যমতে বিশ্বের জনপ্রিয় সোশাল নেটওয়ার্কের মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুকে রয়েছে বিশাল ও বিশ্বব্যাপী বিস্তীর্ণ ব্যবহারকারী বা ইউজার (User)। এই বিশাল ও বিস্তীর্ণ নেট ওয়ার্ক ব্যবস্থাকে কাজে লাগিয়ে শুরু হয়েছে আয়ের এক নতুন দোয়ার। শুধু সামাজিক সম্পর্ক স্থাপন নয় বর্তমানে ফেসবুক কে ক্রয় বিক্রয়ের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফেসবুকে ক্রয় বিক্রয়ের এই ধারনাকে Digital Marketing এর অন্তর্গত Social Media Marketing বলা হয়ে থাকে। অধ্যবসায় ও আয় সম্পর্কে ধারনার্জনের মাধ্যমে বিশ্বের এই মহা মার্কেট প্লেস ফেসবুক থেকে সহজেই আয় করা সম্ভব।



ফেসবুক থেকে কি আয় করা যায়ঃ

জোকারবারগের হাত ধরে ফেসবুক (Facebook) সামাজিক যোগাযোগ স্থাপন বা Social Network হিসেবে জন্মলাভ করলেও ফেসবুক বর্তমানে শুধু সামাজিক যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ নেই। ব্যবসাবাণিজ্যের প্রসার, বিজ্ঞাপন নেটওয়ার্ক (Advertisement Network), ক্রয়বিক্রয়ের মার্কেট প্লেস (Market Place) , গেমিং (Gaming) আর ফান জোন (Fun zone) থেকে শুরুকরে আউটসোর্সিং (Outsourcing) ব্যবস্থার অন্যতম ক্ষেত্র হিসেবে ফেসবুক আজ জনপ্রিয়। ফেসবুক থেকে কি সত্যিই income বা আয় করা সম্ভব। সামাজিক যোগাযোগ স্থাপন তথা চ্যাটিং, ম্যাসেজিং, কলিং ও শেয়ারিং এর পাশাপাশি আমরা সহজেই ফেসবুক থেকে আয় করতে পারি। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে খুব সহজেই সামান্য অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে খুব সহজেই ফেসবুক থেকে উপার্জন (Earn) বা আয় (Income) করা সম্ভব। শুধু নিজের পকেট মানি (Pocket Money) নয় ফেসবুক হতে পারে আপনার একটি পেশা ও আয়ের অন্যতম সোর্স (Source) বা মাধ্যম। আমাদের আজকের আলোচনা ফেসবুক থেকে আয় করার সকল পদ্ধতি ও কৌশল নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আরটিকেলটি পড়ার মাধ্যমে আশাকরি বিনোদনের পাশাপাশি খুব সহজে ফেসবুক থেকে আয় করতে পারবেন। হয়তো এভাবেই শুরু হতে যাচ্ছে আপনার জীবনের পালাবদল। আপনি হয়ে উঠবেন একজন অনলাইন আরনার (Earner)। ফেসবুক পেজ থেকে আয়ের উপায়, নিয়ম বা ফেসবুক পেজ থেকে আয় করার পদ্ধতি সহ ফেসবুক গ্রুপ ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে কিভাবে আয় করা যায় এ সম্পর্কে জানার মাধ্যমে ফেসবুক থেকে আয় করা কষ্টের কিছু নয়। কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে মনযোগ দিয়ে আমাদের লেখাটি পড়তে থাকুন।



ফেসবুক থেকে কত আয় করা যায়ঃ

ফেসবুক থেকে কত আয় করা যায় বলে মনে হয়? কি ভাবছেন? এবার আমি আপনাকে অবাক করে দেব! কারন ফেসবুক থেকে প্রতি দিন লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। কিন্তু বললেই আর আয় হবে না। ফেসবুক থেকে আয়ের জন্যে অবশ্যই আপনাকে কঠোর মনোবলের সাথে আয়ের পথ সম্পর্কে সঠিক ধারনার্জন করতে হবে। ধারনার্জনের পরপরি প্রয়োজন কাজে লেগে পড়া। কিছু অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজেই আপনি ফেসবুক থেকে আয় করা শুরু করবেন নিশ্চিত। নিজেকে ফেসবুক আরনার হিসেবে গড়ে তোলার আগে অবশ্যই ফেসবুক থেকে আয়ের উপায় সম্পর্কে ভালো ভাবে জেনে নিতে হবে।



ফেসবুক থেকে আয় করার পদ্ধতিঃ

ফেসবুক থেকে আয় বা উপার্জন করার নানারকম পদ্ধতি রয়েছে। ফেসবুক ব্যবহার করে আয়ের উপায় বা কৌশল গুলোকে প্রধানত ৪ টি ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

  • ১. ফেসবুক পেজ থেকে আয়
  • ২. ফেসবুক গ্রুপ থেকে আয়
  • ৩. ফেসবুক মার্কেট প্লেস থেকে আয়
  • ৪. ফেসবুক মিশ্র পদ্ধতি ব্যবহার করে আয়

ফেসবুক পেজ থেকে অনেক উপায়ে আয় করা সম্ভব, যেমন- ফেসবুক পেজ মনিটাইজ করে আয়, পেজ বিক্রি করে আয়, পেজে লিংক শেয়ার করে আয়, পোস্টে লাইক কমেন্ট করিয়ে পেজ থেকে আয়, Instant Articles ব্যবহার করে ফেসবুক পেজ থেকে আয় ইত্যাদি। ফেসবুক গ্রুপ থেকও নানান উপায়ে আয় করা যায়। ফেসবুক মার্কেট প্লেস সহ ফেসবুকের নানান অপশন ও মাধ্যম ব্যবহার করে আয় করা সম্ভব। নিম্নে ফেসবুকে আয় করার পদ্ধতি সমূহ ও আয়ের পদ্ধতিতে থাকা উপায় ও কৌশল সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।




ফেসবুক একাউন্ট খুলে আয়ের প্রথম যাত্রাঃ

ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্যে আমাদের প্রথম করণীয় একটি ফেসবুক একাউন্ট খোলা। বর্তমানে প্রায় সকলেই আমরা ফেসবুক একাউন্ট খুলতে পারি। নিজে না পারলে বন্ধুদের বা পরিচিতদের সহযোগীতায় খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফেসবুক একাউন্ট খোলা সম্ভব। এছাড়া অনলাইনে ফেসবুক একাউন্ট খোলার পদ্ধতি নিয়ে অনেক লেখা রয়েছে, অন্যদিকে ইউটিউবের মাঝে রয়েছে অসংখ্য ভিডিও, যা দেখে খুব সহজেই ফেসবুক একাউন্ট বা আইডি খোলা সম্ভব। ফেসবুক থেকে অর্থ উপার্জনের বা টাকা আয়ের জন্যে আমাদের প্রথম কাজি হলো একটি ফেসবুক একাউন্ট বা আইডি খোলা। সুন্দর নামে ও ফেমেল (Female) বা মহিলা আইডি হলে আরো ভালো হয়। তবে পুরুষ বা মহিলা যে কোন নামে হলেও চলবে। আইডি খোলার পর আকর্ষণীয় ছবি প্রফাইলে ব্যবহার করুন, বন্ধুদের ফ্রেন্ড রিকয়েস্ট পাঠান। আপনার যদি বর্তমানে কোন ফেসবুক আইডি থাকে এবং তাতে যদি অনেক ফ্রেন্ড ও ফলোয়ার থাকে তবে নতুন কোন আইডির প্রয়োজন নেই। আপনার ফেসবুক একাউন্ট আছে তার অর্থ আপনি ফেসবুক থেকে আয়ের প্রথম ধাপ অতিক্রম করেছেন। ফেসবুক থেকে আয় করার সঠিক ধারনা পেতে নিচের ধাপ গুলো পড়তে থাকুন।



ফেসবুক পেজ বিক্রি বা হস্তান্তর করে আয়ঃ

ফেসবুক পেজ প্রচার ও প্রসারের অন্যতম হাতিয়ার। বিজ্ঞাপন ছাড়া কেও নিজের ও নিজের পন্য সম্পর্কে অবগত হবে না। বড় বড়ো প্রতিষ্ঠান তাই নিজের পন্য  ও প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের জন্য অধিক ভিউয়ার ও লাইক আছে এমন ফেসবুক পেজ ক্রয় করে থাকে। এসকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ফেসবুক পেজ বিক্রয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। লক্ষ বা কোটি লাইক আছে এমন ফেসবুক পেজ কয়েক লক্ষ থেকে কয়েক কোটি টাকায় বিক্রি হতে পারে। অনলাইনে ফেসবুক পেজ বিক্রয়ের বিভিন্ন সাইট ও মার্কেট প্লেস রয়েছে যেখানে ফেসবুক পেজ কেনা বেচা হয়ে থাকে। এছাড়া নিজের ফেসবুক পেজে বিক্রয়ের বিষয়টি পোস্ট করেও ফেসবুক পেজ বিক্রয় করা সম্ভব। ভালো পেজ তৈরি করতে পারলে ফেসবুক পেজ বিক্রয়ের মাধ্যমে প্রচুর অর্থ আয় করা সম্ভব। পেজ বিক্রয় করে আয় করতে নিম্নের ধাপ গুলো অনুসরণ করা উচিৎ-

  • ১. ভালো ও জনপ্রিয় নামে পেজ তৈরি
  • ২. নিয়মিত পেজে পোস্ট করতে হবে
  • ৩. বন্ধুদের পেজে লাইক, শেয়ার, কমেট করার জন্যে অনুপ্রেরিত করতে হবে
  • ৪. বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে পেজের প্রচার করতে হবে
  • ৫. ফেসবুক বুস্টে ব্যবহার করে পেজে লাইক বাড়ানো যেতে পারে।
  • ৬. ভালো ভালো পোস্ট করে সর্বদা পেজে লাইক বাড়ানোর প্রচেষ্টা চালাতে হবে।
  • ৭. কয়েক লক্ষ লাইক হলে পেজ বিক্রয়ের ব্যবস্থা নিতে হবে।


Instant Articles পদ্ধতির মাধ্যমে ফেসবুক পেজ থেকে আয়ঃ

Instan Articles ব্যবহার করে খুব সহজেই ফেসবুক পেজ থেকে আয় করা সম্ভব। ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেল (Instant Article) নামে একটি পদ্ধতি রয়েছে, এটি ব্যবহার করে নিজের ব্লগ বা সাইট দ্রুত ফেসবুকে লোড করানো যায়। এই পদ্ধতি ব্যবহার করলে কোনো ব্লগ বা সাইট, ফেসবুক মোবাইল এপে দ্রুত ওপেন হওয়ার পাশাপাশি ব্লগ বা সাইটে ফেসবুক থেকে নানারকম বিজ্ঞাপন দেখাতে শুরু করে। এসকল বিজ্ঞাপন কেও দেখলে অথবা বিজ্ঞাপনে ক্লিক করলে ইনকাম হওয়া শুরু করে। ব্যপারটি এমন, ধরুন আপনার কোন সাইটের লিংক আপনার ফেসবুক পেজে নিয়মিত শেয়ার করেন, আপনার সাইটটি ফেসবুক Instant Articles অপশনে যুক্ত করলেন, কেও আপনার ফেসবুক পেজে থাকা লিংকে ক্লিক করে আপনার সাইটে প্রবেশ করলো, instant articles অপশনে আপনার সাইট যুক্ত থাকায় ফেসবুকে আপনার সাইট দ্রুত ওপেন হলো এবং ফেসবুক থেকে আপনার সাইটে বিজ্ঞাপন দেখাতে শুরু করলো, ভিজিটর বা ভিউয়ার  বিজ্ঞাপন গুলো দেখল বা বিজ্ঞাপনে ক্লিক করলো, আপনি আয় করা শুরু করলেন। আয় করা টাকা আপনার ফেসবুক একাউন্টে জমা হয়ে যাবে এবং প্রতিদিনের আয় আপনি দেখতেও পারবেন। Instant Articles পদ্ধতি ব্যবহার করে আয় করতে নিম্নের ধাপ গুলো অনুসরণ করতে হবে-

  • ১. নিজের একটি ব্লগ অথবা ওয়েবসাইট থাকতে হবে।
  • ২. নিজের ফেসবুক পেজ থাকতে হবে।
  • ৩. ব্লগ বা ওয়েবসাইটে থাকা আরটিকেল বা তথ্য বা লিংক নিয়মিত ফেসবুক পেজে শেয়ার করতে হবে।
  • ৪. ফেসবুকের Instant Articles অপশন থেকে নিজের ব্লগ বা সাইট লিংক বা এড্রেস বসিয়ে Instant Articles সাইটে যুক্ত করার জন্য Facebook Instant Articles  এ Sign Up করতে হবে এবং সাইন আপের পর আবেদন করতে হবে। Instant Articles এ Sign Up করতে এখানে ক্লিক করুন>> (Facebook Instant Article সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাইটে খোজ করুন অথবা অনলাইনে সার্চ করুন)।
  • ৫. আবেদন এপ্রুভ (Approve) বা অনুমোদন পেলে আপনার আয় করা শুরু হবে।
  • ৬. অধিক আয়ের জন্যে ফেসবুক পেজে নিয়মিত আপনার সাইট লিংক শেয়ার করতে হবে এবং পেজে ভিউয়ার ও লাইক বাড়ানোর চেষ্টা করতে হবে।


ফেসবুক ভিডিও থেকে আয়ঃ

ফেসবুকে ভিডিও আপলোড করে খুব সহজেই আয় করা যায়। আমরা অনেকেই জানি যে ইউটিউব থেকে ভিডিও আপলোডের মাধ্যমে আয় করা যায়। ফেসবুকের ব্যপারটিও একি সিস্টেম (System)। ফেসবুকে ভিডিও আপলোড করলে ভিডিওর মাঝে ফেসবুক অটোমেটিক (Automatic) বা স্বয়ংক্রিয় ভাবে বিজ্ঞাপন বা ad যুক্ত করে দেয়। এসকল এড কে In-Stream Ads বলে। সাধারণত নানারকম প্রতিষ্ঠানের পন্যের এসকল এড বা বিজ্ঞাপন নানারকম প্রতিষ্টান থেকে টাকা বা অর্থের বিনিময়ে ফেসবুকে প্রকাশের জন্য ফেসবুক গ্রহণ করে এবং সে সকল বিজ্ঞাপন ব্যবহার কারীদের আপলোড করা ভিডিওর মাঝে দেখানোর বিনিময়ে ভিডিও আপলোড কারীকে ফেসবুক অর্থ প্রদান করে। কেও ভিডিও আপলোড করার পর যত লোক ভিডিওটি দেখবে এবং ভিডিওর মাঝে ফেসবুকের অটোমেটিক দেওয়া এড দেখবে তার উপর ভিত্তি করে এই অর্থ ফেসবুক প্রদান করে। এই সিস্টেম বা পদ্ধতিকে ফেসবুক ভিডিও মনিটাইজেশন (Facebook Video Monetization) বা ফেসবুক ভিডিও মুদ্রণ পদ্ধতি বলে। কোন ভিউয়ার (Viewer) যখন আপনার আপলোড করা ভিডিও দেখবে এবং এই ভিডিওতে থাকা এড বা বিজ্ঞাপন ভিউ করবে অথবা ক্লিক (Click) করবে তখনি আপিনি আয় করবেন।সুতারং যতো বেশি লোক আপনার আপলোড করা ভিডিও দেখবে ততো বেশি এড ভিউ হবে বা ক্লিক করবে আর ততো বেশি আপনার আয় হতে থাকবে। তবে ফেসবুক ভিডিও মনিটাইজেশন পদ্ধতিতে ভিডিও আপলোড করে আয় করার জন্যে কিছু শর্ত মেনে ভিডিও তৈরি ও ভিডিও আপলোড করতে হয়। সাধারণত ১৮ বছর বয়সের বেশি যে কেও এই সুবিধা গ্রহণ করতে পারে। আপনার নিজের ফেসবুক আইডি বা একাউন্টে সুন্দর নামে একটি ফেসবুক পেজ খুলতে হবে এবং সেই পেজে ভিডিও আপলোডের মাধ্যমেই শুধু মাত্র আয় করা যাবে। আপনার পেজে কমপক্ষে ১০০০০ ফ্যান থাকতে হবে অর্থাৎ পেজ লাইক ১০০০০ থাকতে হবে। আপলোড করা প্রতিটি ভিডিও কমপক্ষে ৩ মিনিটের বেশি হতে হবে। অন্যদিকে আপনার আপলোড করা ভিডিও প্রতি ৬০ দিনের মাঝে ১ মিনিটের বেশি সময় ধরে দেখে এমন ভিউয়ারের সংখ্যা ৩০০০০ এর বেশি হওয়া আবশ্যক। ফেসবুক ভিডিও থেকে আয়ের এসকল শর্ত ফেসবুক যে কোন সময় পরিবর্তন করতে পারে। আপনার তৈরি করা পেজে উপরের শর্ত পূরণ হবার সাথে সাথে অটোমেটিক (Automatic) ভাবেই আপনার আপলোড করা ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন বা এড দেখাতে শুরু করবে এবং আপনি আয় করতে শুরু করবেন। তাই ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয়ের জন্য আপনাকে শুধু একটি পেজ খুলে ভিডিও আপলোড করতে হবে এবং পেজ ও ভিডিওতে লাইক ও ভিউয়ার বাড়ানোর জন্য যা করণীয় সেগুলো করতে হবে। এছাড়া এড যুক্ত করা বা এড দেখানোর জন্য কিছুই করা লাগবে না। এড দেখানোর দ্বায়িত্ব ফেসবুকের। আপিনি শর্তগুলো পূরণ করলে অটোমেটিক আপলোড করা ভিডিওতে এড আসা শুরু করবে। আপনার ফেসবুক পেজ ভিডিও আপলোড করে আয়ের উপযুক্ত হয়েছে কি না বা আর কিকি শর্ত পূরণ করতে বাকি আছে এবং নতুন নিয়ম অনুযায়ী ভিডিওতে এড অনুমোদন পেতে ফেসবুকে আবেদন করতে হবে কি না তার বিস্তারি দেখতে এখানে ক্লিক করুন>>

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়, ফেসবুক পেজ থেকে আয়, ফেসবুক গ্রুপ ইনকাম, ফেসবুকে ভিডিও আপলোড করে আয়, ফেসবুকে লাইক দিয়ে আয়, ফেসবুক ব্যবহার করে আয়ের নিয়ম
ফেসবুক ভিডিও থেকে আয়

ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয়ের জন্যে যে সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে তা নিচে ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো -

  • ১. অন্যের আপলোড করা ফেসবুক ভিডিও আপনি ডাউনলোড করে পুনরয় আপলোড করতে যাবেন না। এটি কপিরাইট আইনে (Copyright law) দণ্ডনীয়। ফেসবুক কপি পেস্ট গ্রহণ করে না। তাই এমন করলে আপনি ভিডিও থেকে আয় করার পথ চিরকালের জন্যে হারিয়ে ফেলবেন।
  • ২. ইউটিউবের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করে আয় করতে পারবেন তবে শর্ত হলো আপনার আগে অন্য কেও উক্ত ভিডিও ফেসবুকে আপলোড করে থাকলে আপনি কপিরাইট আইনে অপরাধী হবেন। অন্য দিকে ইউটিউব ভিডিও আপনি সর্বপ্রথম ফেসবুকে আপলোড করলেও যদি ভিডিওর প্রকৃত মালিক আপলোড করা ভিডিওর নামে কপিরাইটের অভিযোগ ফেসবুক টিমের নিকট করে এবং তা প্রমাণিত হয় তবে আপনার পেজ চিরদিনের মত ভিডিও থেকে আয় হারিয়ে ফেলবে। তাই ইউটিউব ভিডিও যদি নিজের তৈরি করা হয় তবেই শুধু ফেসবুকে আপলোড করা উচিত।
  • ৩. ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে বা ফেসবুকের শর্ত মেনে ভিডিও তৈরি করতে হবে। কোনো জাতী, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী ও রাজনৈতিক পরিবেশ ও অনুভূতিতে আঘাত হানে এমন কোন ভিডিও কখনো আপলোড করা যাবে না।
  • ৪. নিজের তৈরি এবং লোকে পছন্দ করবে এমন ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে।  অন্যের ভিডিও কপি পেস্ট করলে ফেসবুক নিমেষে ধরে ফেলবে, ফেসবুক আপনাকে ব্যান করে দেবে এবং আপনার আয় বন্ধ হয়ে যাবে।


ফেসবুক এপস ও গেম তৈরির মাধ্যমে আয়ঃ

ফেসবুক আয়ের বিশাল এক প্লাটফর্ম। যারা ওয়েব ডিজাইন করতে পারদর্শি, যারা ওয়েব ও গেম ডেভলপ করতে পারদর্শি তাদের জন্য ফেসবুক আয়ের উন্মুক্ত দোয়ার উন্মচোন করেছে। ফেসবুক এপ্লিকেশন বা এপস ডেভলপ (Apps Develop) করে ফেসবুক থেকে আয় করা যায়। ফেসবুক ভিত্তিক নানারকম গেমস তৈরির মাধ্যমে বা ফান বা মজার মজার লোগো ও প্রফাইল ফ্রেম তৈরির মাধ্যমে ফেসবুক থেকে আয় করা সম্ভব। ব্যবহারকারীরা যতো বেশি এসকল এপস বা গেমস, লোগো বা প্রফাইল ফ্রেম ব্যবহার করবে ততো বেশি আয় হবে। ফেসবুক ডেভেলপার দের জন্য নতুন এক facebook প্লাটফর্ম রয়েছে যেখানে Sign up (Sign Up করতে এখানে ক্লিক>>) করে এপস ডেভলপের মাধ্যমে আয় করা যায়।



ফেসবুকে পন্য ও সেবা বিক্রি করে আয়ঃ

ফেসবুক বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে রয়েছে বিশাল ক্রেতা সমাগম। গ্লোবালাইজেশন  (Globalisation) বা বিশ্বায়নের এই যুকে বিশ্ব হয়ে উঠেছে গ্লোবাল ভিলেজে (Global Village)। পেসবুক পোস্ট, পেজ, গ্রুপ, মার্কেটপ্লেসে নিজের ব্যক্তিগত ও ব্যবসায়ের নানারকম পন্যে বিক্রয়ের প্রচার করে খুব সহজেই ক্রেতার নিকট পন্যের বিস্তারির বিবরণ তুলেধরার পাশাপাশি পন্য বিক্রয় সম্ভব। নতুন বা পুরাতন যে কোন পন্য ফেসবুকের মাধ্যম গুলো ব্যবহার করে বিক্রয় করা সম্ভব। বর্তমান বিশ্বের প্রায় সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহার করে পন্য বিক্রয় কার্যক্রম শুরু করার মাধ্যমে আয়ের নতুন দিগন্তের দিশা পেয়েছে। আপনার একটা ফেসবুক একাউন্ট থাকলেই কোন প্রকার ঝামেলা ছাড়াই পন্যের বিবরণ সহকারে তথ্য শেয়ারের মাধ্যমে পন্য কেনা বেচা করতে পারেন। উদাহরণ হিসাবে বলা যায়, ধরুন আপনার একটি পুরাতন মোবাইল আছে যা আপনি বিক্রয় করতে চান, আপনি আপনার ফেসবুক একাউন্টে মোবাইলের বিক্রয় মূল্য এবং মোবাইলের ছবি সহ শেয়ার করলেন, যারা যারা আপনার পুরাতন মোবাইলটি কিনতে চায় তারা ছবিতে কমেন্ট ও ম্যাসেজের মাধ্যমে আপনাকে জানাল, আপনি পছন্দ মত যে কোন ক্রেতার নিকট মোবাইলটি বিক্রয় করলেন এবং সরাসরি অথবা কোরিয়ার যোগে মোবাইলটি ক্রেতার নিকট পৌছে দিলেন। আপনার কোনো ফেসবুক পেজ অথবা গ্রুপ থাকলে এবং পেজে প্রচুর লাইক ও গ্রুপে অনেক সদস্য থাকলে আপনি খুব সহজেই নিজের বা ব্যবসায়ের পন্য বিক্রয়ে ফেসবুক ব্যবহার করে আয় করতে পারবেন। অবৈধ কোন পন্য কেনা বেচার প্রচার প্রসারে ফেসবুক অনুমোদন দেয় না। তাই অবৈধ পন্য কেনা বেচায় ফেসবুক ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। 



Affiliate Marketing এর মাধ্যমে ফেসবুক থেকে আয়ঃ

এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) ফেসবুক থেকে আয়ের জনপ্রিয় একটি মাধ্যম। Affiliate Marketing কে Advertising System বা বিজ্ঞাপন পদ্ধতি বলা যেতে পারে। ফেসবুক পেজ, আইডি বা গ্রুপ বা ওয়েবসাইট ব্যবহার করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পন্য বা সেবা বিক্রি করিয়ে কমিশন পাওয়াকে Affiliate Marketing বলা হয়ে থাকে। Affiliate শব্দের অর্থ অন্তর্ভুক্ত শাখা। ব্যপারটি এমন, ইসলামী ব্যাংক আপনার এলাকায় ব্যাংক সুবিধা প্রসারের জন্য আপনাকে এজেন্ট নিযুক্ত করে আপনার এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুরু করলো, আপনার পরিচালনায় আপনার এলাকায় ইসলামী ব্যাংক ব্যবসা শুরু করলো এবং গ্রাহকদের থেকে যা আয় হলো তা থেকে আপনাকে কিছু কমিশন দিলো, আপনি বেশি কমিশন পাওয়ার আশায় নিজ উদ্যোগে ও ইসলামী ব্যংকের নিয়ন্ত্রনে প্রচার প্রসার করা আরম্ভ করলেন যাতে ব্যাংকে বেশি গ্রাহক হয় এবং তারা বেশি লেনদেন করে, বেশি লেনদেন করলে ব্যাংকের আয় বেশি হবে আর আপনার কমিশনো বাড়তে থাকবে। অনলাইনে Daraz, Ajkerdeal, Alibaba, Amazon , eBay সহ নানারকম জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের সাইটে থাকা পন্য বা সেবা, কেও বিক্রয় করিয়ে দিলে তাকে প্রতিটি পন্য বিক্রয়ের উপর কমিশন দিয়ে থাকে। Affiliate Marketing এর মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে-

  • ১. নিজের ফেসবুক পেজ ও গ্রুপে অধিক লাইক ও ভিউয়ার গড়ে তুলতে হবে
  • ২. Daraz, Ajkerdeal, Amazon, Alibaba, eBay অর্থাৎ জাতীয় ও আন্তর্জাতিক নানারকম বিশ্বস্ত মার্কেট প্লেসে সাইনাপ (Sign Up) বা সাইনইন (Sign In) করতে হবে এবং যে পন্য বিক্রয় করতে চান সেই পন্যের রেফারাল লিংক (Referral link) সংগ্রহ করতে হবে। Amazon সাইন আপ - ক্লিক>>
  • ৩. সংগ্রহ করা রেফারাল লিংক ফেসবুক পোস্টে, পেজে, গ্রুপে শেয়ার করতে হবে যাতে ক্রেতারা লিংকে ক্লিক করে মার্কেট প্লেস থেকে পন্য ক্রয় করে বা বন্ধুদের ও রিলেটিভদের ম্যাসেজিং এর মাধ্যমে লিংকে ক্লিক করিয়ে পন্য ক্রয়ে উৎসাহ প্রদান করতে হবে।
  • ৪. কেও রেফারাল লিংকে ক্লিক করে পন্য ক্রয় করলে আপনি আয় করা শুরু করবেন এবং এই আয় জমা হবে যে মার্কেট প্লেসে একাউন্ট খুলেছেন সেই মার্কেট প্লেসে।
  • ৫. বেশি কমিশন পেয়ে আয়ের জন্য, ফেসবুক পেজ বা গ্রুপকে জনপ্রিয় করে তুলতে হবে, অধিক লাইক সম্পন্ন পেজ ও অধিক মেম্বার বা সদস্য বিশিষ্ট গ্রুপ থাকলে Affiliate Marketing করে ফেসবুক থেকে অধিক আয় করা সম্ভব।


ফেসবুক গ্রুপ থেকে আয়ের উপায়ঃ

ফেসবুক গ্রুপ থেকে টাকা বা অর্থ আয়ের অংখ্য উপায় রয়েছে। ইনকাম করার জন্য শুধু প্রয়োজন ধৈর্য্য আর কৌশলের। ফেসবুক পেজের মতই লিংক শেয়ার করে, সাইট প্রমোট করিয়ে, বিজ্ঞাপন প্রচার করে, Affiliate Marketing এর মাধ্যমে এমনকি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ফেসবুক থেকে আয় করা সম্ভব। ফেসবুকে একটি গ্রুপ খুলে তা জনপ্রিয় করার মাধ্যমে এসব উদ্যোগ নেওয়া যেতে পারে। গ্রুপে বেশি সদস্য মানে বেশি প্রচার আর বেশি প্রচার মানে বেশি আয়, বিষয়টি সবসময় খেয়াল রাখা উচিত। শুধু নিজের ফেসবুক গ্রুপ নয়, ফেসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে, নিজের পছন্দের মতো গ্রুপ খুজে সেখানে যুক্ত হয়ে পন্য বা সেবার প্রচার করা যেতে পারে। ধরুন, ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, "কাছের মানুষ - প্রিয় মানুষ" গ্রুপটিতে যুক্ত হলেন এবং আপনি Affiliate Marketing শুরু করলেন। এভাবে গ্রুপ থেকে অসংখ্য উপায়ে আয় করা সম্ভব। আপনি নিজের সাইটের লিংক শেয়ার করে গ্রুপ থেকে সাইটের ভিজিটর বাড়িয়ে সাইটের ইনকাম বাড়াতে পারেন। নিজের বড়ো একটি গ্রুপ থাকলে তা বিক্রি করেও আয় করা সম্ভব। নানারকম প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের ওয়েবসাইট ও পন্যের প্রচার করার জন্য অর্থ প্রদান করে থাকে। আপনি ইচ্ছা করলে গ্রুপে তাদের সাইট ও পন্য অর্থের বিনিময়ে প্রচার করতে পারেন। ফেসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে যারা আউটসোর্সিং (Outsourcing) নিয়ে কাজ করে। এসব গ্রুপে যুক্ত হয়ে আউটসোর্সিং বিষয়ক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে আয়ের পথ উন্মোচন করা সম্ভব। নিজের পুরাতন জিনিস বিক্রয়ের জন্য ফেসবুক গ্রুপ এক অনন্য মাধ্যম। এছাড়া নিজের ব্যবসায়ের নামে গ্রুপ খুলে অনলাইনে বিক্রয় ও পন্যের চাহিদা নিরূপনের পাশাপাশি অসংখ্য ক্রেতা পাওয়া যেতে পারে। ভালো ও বড় একটি গ্রুপ তৈরি করুন অসংখ্য আয়ের পথ নিশ্চিৎ পেয়ে যাবেন।



ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয়ঃ

ফেসবুক মার্কেটপ্লেস (Marketplace) দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিজের বিভিন্ন দ্রব্য ও সেবার ক্রয়-বিক্রয়ের এটি অন্যতম প্লাটফর্ম হিসেবে আয়ের এক অন্যতম মাধ্যম। দ্রব্যের প্রচার ও চাহিদা নিরূপনের পাশাপাশি ক্রয় বিক্রয়ের অনলাই ভিত্তিক প্লাটফর্ম হিসেবে ফেসবুক মার্কেট প্লেস জনপ্রিয় হয়ে উঠছে। ফেসবুক মার্কেটপ্লেস অপশন তাই ফেসবুক থেকে আয়ের অন্যতম উপায়। (Facebook মোবাইল App এ Marketplace অপশন আছে)

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়, ফেসবুক পেজ থেকে আয়, ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয়, ফেসবুকে লাইক দিয়ে আয়, ফেসবুক ব্যবহার করে আয়ের নিয়ম
ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয়



ফেসবুক একাউন্ট বিক্রয় করে আয়ঃ

অধিক ফ্রেন্ড বিশিষ্ট কোনো ফেসবুক আইডি, অধিক লাইক সম্পন্ন কোনো ফেসবুক পেজ অথবা অনেক সদস্য বিশিষ্ট কোনো ফেসবুক গ্রুপ বিক্রয় করে আয় করা সম্ভব। এমন জনপ্রিয় গ্রুপ নানারকম ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের পন্য ও প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের জন্য ক্রয় করে থাকে।



ফেসবুক পোস্ট বিক্রি করে আয়ঃ

অনলাইনে অসংখ্য সাইট রয়েছে যেখানে ফেসবুক পোস্ট ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আপনি ইচ্ছা করলে আপনার ফেসবুকে থাকা কোনো পোস্ট এসকল সাইটে বিক্রয় করতে পারেন। অনলাইনে পোস্ট বিক্রয়ের একটি মার্কেট প্লেস যেমন- shopsomething, (সাইট এড্রেস এখানে ক্লিক>>) আপনি ইচ্ছা করলে এখানে আপনার পেজের জনপ্রিয় পোস্ট গুলো বিক্রয় করতে পারেন। এখানে পোস্ট বিক্রয়ের প্রথম কাজ Sign up করা। সাইন আপ হওয়ার পর আপনার ফেসবুক পোস্ট লিংক বিক্রয়ের জন্য সাবমিট করা। পোস্টের বিক্রয় মূল্য বসিয়ে পোস্ট লিংক সাবমিট করতে হয়। সৃজনশীল ও গুরুত্বপূর্ণ পোস্ট হলে তা দ্রুত বিক্রয়ের মাধ্যমে ভালো আয় করা সম্ভব।



লাইক, শেয়ার ও কমেন্ট করিয়ে ফেসবুক পেজ ও গ্রুপ থেকে আয়ঃ

সকলে ফেসবুক লাইকের জন্য মরিয়া। লাইক থেকে আয় করা সম্ভব। নিজের একটি জনপ্রিয় গ্রুপ বা পেজ থাকলে সেই গ্রুপ বা পেজে অন্য কোন গ্রুপ বা পেজ লিংক শেয়ার করে তাদের গ্রুপ বা পেজের বা সাইটের লাইক বাড়িয়ে আয় করা সম্ভব। ফেসবুক লাইকের মাধ্যমে আয় দিন দিন খুবি জনপ্রিয় হচ্ছে। আপনার পেজ বা গ্রুপে অনেক লাইক ও সদস্য থাকলে লাইক করিয়ে আয়ের জন্য আপনার কাওকে খুজতে হবে না, অন্যেরা তাদের গ্রুপ, পেজ বা সাইট লিংকের লাইকের জন্যে তারা আপনাকে খুজে নেবে।



ব্রান্ড এম্বাসেডর হয়ে ফেসবুক থেকে আয়ঃ

নানারকম সনামধন্য প্রতিষ্ঠান তাদের পন্য ও প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের জন্যে এম্বাসেডর নিয়োগ করে। যেমন- সাকিব আল হাসান কোনো প্রতিষ্ঠানের এম্বাসেডর হয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে সে প্রতিষ্ঠানের পন্য ও সেবা প্রচারে বা লোগো ব্যবহারের মাধ্যমে অর্থ গ্রহণ করলো। এভাবে কোন প্রতিষ্ঠানের এম্বাসেডর হয়ে ফেসবুক থেকে আয় করা সম্ভব।



ফেসবুকের অন্যান্য আয়ের মাধ্যমঃ

ফেসবুক গ্রাহক ও ব্যবহারকারীর চাহিদা ও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তাদের পরিকল্পনায় নতুন নতুন ফিচার ও অপশন প্রতিনিয়ত আপডেট (Update) করছে যা ফেসবুক থেকে আয়ের নতুন নতুন পথ খুলে দিচ্ছে। ম্যাসেজিং করেও ফেসবুক থেকে আয় করা সম্ভব। চ্যাটিং করে টাইমপাসের সাথে ইনকামের নতুন নতুন ফিচার যুক্ত করে ফেসবুক বিনোদনের সাথে আয়ের পথ খুলেদিয়েছে। প্রতিনিয়ত ফেসবুক যুক্ত করে চলেছে আয়ের নতুন নতুন পথ। আয়ের প্রবল ইচ্ছার সাথে কৌশল আর ধৈর্য্য থাকলে ফেসবুক আপনাকে পৌছে দিতে পারে আয়ের নতুন দিগন্তে।



আজ এ পর্যন্তই। ফেসবুক পেজ বা গ্রুপ থেকে আয়ের প্রথম ও প্রধান কাজি হলো গ্রুপ বা পেজ প্রমোট করা বা লাইক ও গ্রুপ মেম্বর বাড়িয়ে তোলা। দিন দিন ফেসবুক আয়ের নতুন নতুন পদ্ধতি উন্মচোন করছে। সুযোগ কাজে লাগিয়ে ফেসবুক হতে পারে আপনার আয়ের অন্যতম হাতিয়ার। 



ফেসবুক পেজ ও গ্রুপ জনপ্রিয় করার উপায়, ফেসবুক থেকে আয় করা অর্থ দেখা ও ওঠানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা পড়তে ও বুঝতে আমাদের সাইটে খোজ করুন অথবা অনলাইনে সার্চ করুন। তবে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন কারন আয় করা অর্থ আপনি ১০০% নিজ দেশ থেকে নিশ্চিন্তে তুলতে পারবেন। শুধু মজা নয়, আজি শুরু করুন ফেসবুক থেকে আপনার প্রথম অনলাইন আয়।




শুভকামনায়----
কে-মাহমুদ
২১-০৬-২১

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon