বৃহস্পতিবার

এড বা বিজ্ঞাপন দেখে আয়ের সেরা সাইট

বিজ্ঞাপন দেখে আয় - PTC জগতের সেরা সাইট Paidverts


এখানে যা থাকছে---

  • মোবাইল দিয়ে আয়
  • এড দেখে ইনকাম
  • অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়
  • অনলাইনে সহজে আয় করার সাইট
  • ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট
  • Paidverts থেকে আয়


মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
বিজ্ঞাপন দেখে আয়ের সেরা সাইট



অনলাইনে আয়ের অনেক মাধ্যম রয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য অল্প কাজ বা পরিশ্রম করে অনলাইন আয়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে পিটিসি (PTC) সাইট থেকে আয়। প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট কাজ করে প্রতি মাসে নিজের হাত খরচ যোগাতে PTC সাইটের জুড়ি মেলা ভার। এড দেখে আয় করা সাইটের অপর নাম PTC সাইট। মোবাইল দিয়ে আয় করতে PTC সাইটের জুড়ি মেলা ভার। বিজ্ঞাপন দেখে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সহজে অল্প সময় ব্যয় করে যারা আয় করতে চান তাদের পছন্দের সাইট PTC. নিজের পকেট মানি বা মোবাইল খরচ খুব সহজেই যোগাতে প্রবেশ করুন PTC বা ক্লিক করে আয়ের জগতে। আমাদের আজকের আলোচনা অনলাইনে PTC সাইটের মাধ্যমে আয়ের সেরা ও বিশ্বস্ত সাইট পেইডভার্টস (Paidverts) নিয়ে।



পিটিসি বা PTC সাইট কিঃ

আমাদের মনে প্রশ্ন জাগতে পারে PTC সাইট বা পিটিসি সাইট বলতে কি বোঝায়। PTC বা পিটিসি এর পূর্ণরূপ Paid To Click বা ক্লিকের মাধ্যমে প্রদান। অর্থাৎ যে সকল সাইটের মাধ্যমে অনলাইনে বিজ্ঞাপন বা এড এ ক্লিক বা প্রেস করে আয় বা ইনকাম করা যায় সে সকল সাইট কে PTC site বা Paid To Click সাইট বলে। বিশ্বস্ত পিটিসি সাইট তাদের সাইটে থাকা এড বা বিজ্ঞাপনে ব্যবহারকারী দের ক্লিক করিয়ে পারিশ্রমিক হিসাবে অর্থ বা টাকা বা ডলার প্রদান করে।



PTC site থেকে কিভাবে আয় করা যায়ঃ

পিটিসি সাইট কে টেলিভিশন চ্যানেলের সাথে তুলনা করা যেতে পারে। টেলিভিশন চ্যানেল নানারকম বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন দেখানোর জন্য অর্থ নিয়ে থাকে। সেইরূপ PTC সাইট বা Paid to click সাইট তাদের সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য এবং সেই বিজ্ঞাপনে ব্যবহারকারীদের ক্লিক করিয়ে পন্য সম্পর্কে ব্যবহারকারীদের অবগত করার মাধ্যমে বা জানানোর মাধ্যমে জানবিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে থাকে। কিন্তু শুধু মুখের কথা তে তো আর ব্যবহারকারীরা বিজ্ঞাপনে ক্লিক করবে না তাই PTC সাইট বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তা থেকে কিছু অর্থ ব্যবহারকারীদের প্রদান করে থাকে যাতে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখে এবং তাতে ক্লিক করে। এভাবেই যে কোন ব্যবহারকারী PTC সাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেখে এবং ক্লিক করে কমিশন হিসাবে আয় বা ইনকাম করতে পারে।



বিজ্ঞাপন বা এড দেখে আয় করার বিশ্বস্ত ও সেরা সাইটঃ

অনলাইনে বিজ্ঞাপন দেখে বা ক্লিক করে আয়ের অসংখ্য সাইট রয়েছে। কিন্তু সকল সাইট বিশ্বস্ত ও সেরা নয়। বেশিরভাগ paid to click বা  পিটিসি সাইট স্কাম (scam) করে বা ফাকি দেয়। কিছু সাইট আছে কাজ করিয়ে আয়ের টাকা প্রদান করে না, কিছু সাইট আছে কিছু দিন পেইড করার পর হুট করে সাইট বন্ধ বা off করে দেয় অথবা আর পেইড করতে চায় না। এতো খারাপের মাঝেও কিছু বিশ্বস্ত ও সেরা মানের PTC সাইট রয়েছে। বিশ্বস্ত ও সেরা আয়ের সাইট হিসাবে Paidverts পিটিসি সাইট গুলোর মধ্যে অন্যতম। খুব সহজে প্রতিদিন মাত্র কয়েক মিনিট কাজ তথা বিজ্ঞাপন দেখে ও ক্লিক করে Paidverts থেকে আয় করা যায়। পেইডভার্টস এর মাধ্যমে আয় করা অর্থ বা ডলার নানারকম উপায়ে উত্তলোন করা যায়। তাই Paidverts মোবাইল বা কম্পিউটার যে কোন মাধ্যমে এড বা বিজ্ঞাপন দেখে আয়ের একটি সেরা মাধ্যম।



Paidverts এ কত ধরনের এড দেখায়ঃ

পেইডভার্টস এ সাধারণত ২ ধরনের এড দেখায়, যথা-

  • ১. Bonus Ads বা Dollar Ads
  • ২. BAP Ads বা Activetion Ads

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
Bonus Ad ও Activetion Ad

Bonus Ads বা Dollar Ads বলতে সে সকল Ads কে বোঝায় যে সকল Ads এ ক্লিক করলে বা দেখলে Dollar বা টাকা আয় করা যায়। এসকল Ads দেখলে ব্যবহারকারীদের Paidverts অর্থ প্রদান বা বোনাস প্রদান করে বলে এ সকল Ads কে Bonus ads বলে। Bonus Ads থেকে আয় করা অর্থ মেইন ব্যালান্সে Dollar এ পাওয়া যায় এবং তা উত্তলোন বা ক্যাশ আউট করা (Cash Out) যায়। এই Bonus Ads ই মূলত প্রধান আয় বা income। অপর দিকে BAP এড পেইড ভার্টসের আরেক প্রকার ads। এ ধরনের ads এ ক্লিক করলে বা দেখলে নগদ ক্যাশ বা অর্থ পাওয়া যায় না তবে এই এড গুলো থেকে BAP পয়েন্ট পাওয়া যায়। BAP পয়েন্ট হলো Paidverts এর অন্য তম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার একাউন্টে যত বেশি BAP পয়েন্ট থাকবে সে ততোটা বেশি মূল্যের Bonus Ads বা Dollar Ads পাবে। তাই বেশি মূল্যের Bonus ads পেতে তাই BAP ads দেখে BAP point সংগ্রহ করা প্রয়োজন। BAP point অনুযায়ী পেইডভার্টস তার ব্যবহারকারীদের কয়েকটি ধাপ বা ভাগে ভাগ করে থাকে। বেশি বেশি Bonus এড পেতে তাই বেশি বেশি BAP point সংগ্রহ করে BAP point এর উচু ধাপে পৌছানো উচিত। শুধু BAP ads দেখেই BAP point সংগ্রহ করা যায় না, BAP point সংগ্রহ করার আরো উপায় আছে। Paidverts এ জমানো টাকা খরচ করে বা জমানো টাকা বা ডলার দিয়ে বিজ্ঞাপন কিনে নিজের সাইট বা পন্যের বিজ্ঞাপন প্রদানের পাশাপাশি BAP point সংগ্রহ করা যায়। BAP point পাওয়ার জন্য Bulk Ad কেনা সবচেয়ে ভালো। প্রতি $1 এর বিনিময়ে Bulk Ad কিনে কয়েক হাজার BAP point পাওয়া যায়। তাই BAP point বেশি সংগ্রহ করে উচু ধাপে পৌছাতে Bulk ad কেনা উচিত। প্রথমে টাকা বা ডলার জমিয়ে তা না উঠানোর চিন্তা করে বুক্ল এড কিনে এড পয়েন্ট বাড়িয়ে অনেকটা উচু ধাপে পৌছানোর পর যখন প্রতিদিন বেশি দামের এড পাওয়া শুরু হবে একমাত্র তখনি টাকা উঠানো উচিত বা Cash Out করা উচিত। এছাড়া প্রতিদিন Paidverts এ লগিন করে Claim অপশনে ক্লিক করলে প্রতিদিন কিছু BAP point উপহার হিসেবে পাওয়া যায়। 

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
প্রতিদিনের BAP Reward

তাই প্রতিদিন Paid Ads অপশনে প্রবেশ করে Claim Your BAP Reward এ ক্লিক করে ফ্রি BAP সংগ্রহ করা উচিৎ।



Paidverts এ একটি ads থেকে কতো আয় হয়ঃ

পেইডভার্টস এ Bonus ads বা ডলার এড এর চেয়ে BAP ads এর গুরুত্ব বেশি। যার যতো বেশি BAP point থাকবে সে ততো বেশি মূল্যের Bonus ads পাবে। BAP পয়েন্টের উচু ধাপে পৌছাতে থাকলে এক একটি Ad দেখে $100 বা ৮০০৳  পর্যন্ত পাওয়া যেতে পারে। তাই ইনকাম করা টাকা না উঠিয়ে তা ব্যয় করে Bulk Ad কেনা উচিৎ। এক ডলারের Bulk Ad কিনলে কয়েক হাজার BAP পাওয়া যায়। আর BAP বাড়তে থাকলে উচু ধাপে ওঠা যায় আর উচু ধাপে ওঠা মানে বেশি মূল্যের Ads পাওয়া।



Ads দেখে Paidverts থেকে কত আয় করা যায়ঃ

Paidverts এমন একটি PTC Site যেখান থেকে আনলিমিটেড (Unlimited) বা সীমাহীন আয় বা ইনকাম করা সম্ভব। যত খুশি ততো! নিয়মিত কাজ করলে এবং ধৈর্য্য ধরে কাজ করলে খুব দ্রুত দিনে $5 থেকে $10 ইনকাম করা সম্ভব। Paidverts এর উচু ধাপে উঠতে থাকলে এমন এক পর্যায়ে পৌছানো সম্ভব যেখান থেকে মাসে ৫০০০০ টাকা থেকে ১০০০০০ এর বেশি ইনকাম করা সম্ভব। তাই Paidverts এর প্রকৃত আয়ের ধরাবাঁধা কোন নিয়ম নেই, যতো খুশি ততো আয় করা সম্ভব। পেইডভার্টস এর এমন বৈশিষ্ট্য থাকার কারনে এটি PTC সাইট গুলোর মধ্যে অন্যতম। 



Ads ছাড়া আর কি কি উপায়ে Paidverts থেকে আয় করা যায়ঃ

Paidverts থেকে শুধু এড দেখেই টাকা বা ডলার বা অর্থ আয় করা যায় না, পেইডভার্টস এ আয়ের নানান পদ্ধতি বা অপশন (option) রয়েছে। যেমন-

  • ১. Ads দেখে আয়
  • ২. Cash Offers এর মাধ্যমে আয়
  • ৩. PTC Walls এর মাধ্যমে আয়
  • ৪. সার্ভে করে আয়
  • ৫. Paidverts এ থাকা গেম খেলে আয়
  • ৬. Click Grid এর মাধ্যমে আয়
  • ৭. এপ ইনেস্টল করে আয়
  • ৮. Paidverts এ টাকা ইনভেস্ট করে আয়
  • ৯. এড ক্রয়ের মাধ্যমে BAP point আয়
  • ১০. Paidverts এর কুইজ থেকে আয়
  • ১১. রেফার বা বন্ধুদের Paidverts এ যুক্ত করিয়ে আয়



Paidverts থেকে আয় করতে প্রয়োজনীয় ধাপ সমূহঃ

অন্য সকল অনলাইন আয়ের সাইট গুলোর মতই পেইডভার্টস থেকে আয় করতে প্রথম ও অন্যতম কাজ Paidverts এ রেজিস্ট্রেশন করা। নিম্নে Paidverts থেকে আয় করার জন্য প্রয়োজনীয় ধাপ বা করণীয় গুলো তুলে ধরা হলো-

  • ১. Paidverts এ রেজিস্ট্রেশন বা Sign up এর মাধ্যমে একাউন্ট খোলা (একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন>>)
  • ২. একাউন্টে প্রবেশ করা বা Sign In করা
  • ৩. মেনু থেকে Paid ads অপশনে ক্লিক করে Ads চার্টে প্রবেশ করা
  • ৪. এড চার্ট থেকে View Bonus Ads ও View Activation Ads এ ক্লিক করে এড দেখা
  • ৫. ক্যাপচা ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করা
  • ৬. সব গুলো Add একের পর এক দেখতে Next ad এ ক্লিক করা
  • ৭. মেইন মেনুতে এসে ব্যালেন্স দেখা
  • ৮. আয় করা অর্থ উত্তলোন করা


উপরোক্ত বিষয় গুলো বুঝবার সুবিধার্থে বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো আশা করি সকলে Paidverts এ যুক্ত হয়ে আয় করার সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা পাবেন।



Paidverts এ একাউন্ট খোলা বা Sign up করার নিয়মঃ

পেইডভার্টস এ একাউন্ট খুলতে আপনার একটি ফর্ম পুরোন করতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডির তথ্য অনুযায়ী অথবা বিদ্যালয়ে যে নাম ঠিকানা দেওয়া আছে ঠিক সেই নাম ঠিকানা অনুযায়ী অর্থাৎ সঠিক নাম ঠিকানা অনুযায়ী ফর্ম পুরোন করুন। ইউজার নেমের ঘরে পছন্দ সই একটি নাম দিন। জন্ম তারিখের ঘরে অবশ্যই সঠিক জন্ম তারিখ প্রদান করবেন নইলে পরবর্তীতে টাকা বা ডলার উত্তলোনে ঝামেলা হতে পারে। একাউন্ট খুলতে বা Paidverts এ রেজিস্ট্রেশন বা Sign Up করতে নিজের ই-মেইল (E-Mail) একাউন্ট বা ঠিকানা প্রয়োজন হবে। সঠিক ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ই-মেইলে ভেরিফিকেশন কোড অথবা লিংক পাঠালে সেটা ব্যবহার করে সাইন আপ বা রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মনে রাখবেন Paidverts একটি বিশ্বস্ত আর্নিং সাইট তাই মিথ্যা তথ্য দিয়ে ফর্ম পুরোন করলে একাউন্ট ব্যান বা নষ্ট হয়ে যেতে পারে। Paidverts এ Sign Up করতে বা একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন>>



Paidverts এ আয় করতে Sign In করুনঃ

সাইন আপ করার পর ২য় কাজ হলো Sign In করা।

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
Sign In ফর্ম

আপনার ই-মেইল অথবা ইউজার নেম এবং রেজিস্ট্রেশন এর সময় দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করে এবং ক্যাপচা পূরন করে Log In/Sign in করতে হবে। Log in/Sign in করার পর আপনাকে মেইন পেজ বা ড্যাশ বোর্ডে নিয়ে যাবে। উপরে দুটি মেনু আইকন দেখা যাবে, এই আইকনে ক্লিক করলে সকল প্রকার অপশন পাওয়া যাবে। Sign In করতে এখানে ক্লিক করুন>>



Paidverts এ Ad দেখা ও ক্লিক করার উপায়ঃ

আয়ের জন্য Paidverts এ Sign In করার পর পেজের উপরে ২ টি মেনুবার দেখা যাবে। একটি শেয়ার মেনু আইকন এবং অন্যটি বার মেনু আইকন। বার মেনু আইকন এ ক্লিক করলে নিচের দিকে Paid Ads অপশন দেখা যাবে। Paid Ads এ ক্লিক করলে যে পেজ আসবে সেখানে নিচের দিকে BAP ads ও Dolar Ads বা Bonus Ads দেখা যাবে। যে কোন একটি Ad এর নিচে লেখা View Activation Ads ও View Bonus Ads এ ক্লিক করলে আয় বা ইনকাম করার জন্য Ad ক্লিক ও Ad দেখার পেজ open হবে। এই পেজ থেকে ads ক্লিক ও দেখে আয় বা ইনকাম করা যাবে। 

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
Ad দেখে Captcha পুরোন
Ad ওপেন হবার পর ক্যাপচা সহ Confirm অপশন আসবে। Confirm এ ক্লিক করলে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর Next ad অপশন আসবে। Next Ad এ ক্লিক করে করে সকল Ad দেখা শেষে ব্যালান্স চেক করতে মেইন পেজে যেতে হবে। 



Paidverts এ রেফার বা বন্ধুদের যুক্ত করিয়ে আয়ঃ

পেইডভার্টস এ একাউন্ট খোলার পর শেয়ার আইকন এ ক্লিক করার পর আপনার user name দেখতে পারবেন। user name এর উপর ক্লিক করলে নিচে অনেক গুলো অপশন পাবেন। এই অপশন গুলোতে Refer Friends এ ক্লিক করলে একটি লিংক পাবেন এই লিংক টি আপনার রেফারাল লিংক। 

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
রেফার অপশন

এই লিংক কপি করে নানা ভাবে শেয়ার করে (ফেসবুক, টুইটার, হটসএপ, ম্যাসেঞ্জার, এসএমএস ইত্যাদি) এবং এই লিংকে বন্ধু বা রিলেটিভ যে কাওকে ক্লিক করিয়ে যে তারা Paidverts এ একাউন্ট খুললে আপনি বাড়তি আয় করতে পারবেন এবং যারা আপনার রেফারাল লিংকের মাধ্যমে একাউন্ট খুলবে তাদের সারাজীবনের আয় হতে আপনি কমিশন আয় করতে থাকবেন, তবে শর্ত হলো আপনাকেও আপনার একাউন্ট সচল রাখতে হবে। পরপর একটানা কয়েক মাস আপনি একাউন্টে প্রবেশ না করলে রেফারেল থেকে এই কমিশন পাবেন না। 



পেইডভার্টস এ ইনভেস্ট করে আয় করার উপায়ঃ

পেইডভার্টস My traffic value এর একটি অংগ প্রতিষ্ঠান। My traffic valu হলো অনলাইনে invest করে আয়ের এক বিশাল প্লাটফর্ম। তাই paidverts এ অর্থ বিনিয়োগ বা ইনভেস্ট করেও আয় করা সম্ভব। অনলাইন ব্যাংকের মাধ্যমে পেইডভার্টস এ অর্থ ইনভেস্ট বা বিনিয়োগ বা অর্থ যুক্ত করা যায়। যা থেকে লভ্যাংশ স্বরূপ প্রতি মাসে ক্যাশ অথবা ব্যাপ আয় করা যায়।



Paidverts থেকে টাকা বা ডলার উত্তলোনের উপায়ঃ

পেইডভার্টস এর মাধ্যমে বিজ্ঞাপন দেখে আয় তো করলেন কিন্তু আয়ের টাকা কিভাবে ওঠাবেন বা উত্তলোন করবেন সেটা নিশ্চয় ভাবছেন। পেইডভার্টস এ আয় করা অর্থ নিজের হাতে আনার জন্য নানা রকম অপশন রয়েছে। অর্থ উত্তলোন বা Cash out এর জন্য প্রথমে আপনাকে অনলাইন ব্যাংক যেমন- Web Money, Neteller, Payeer, Okpay, Bitcoin বা Coinbase, Advcash, Solid Trust, Perfect Money ইত্যাদি ব্যংক বা মানি এক্সচেঞ্জ সাইট এর যে কোন একটি তে একাউন্ট খুলতে হবে। 

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
ব্যাংক ও একচেঞ্জ সাইট

একাউন্ট খোলার পর একাউন্ট নম্বর Paidverts এ যুক্ত করতে হবে। এর পর নিজ দেশে থাকা নানা রকম এক্সচেঞ্জ ব্যবস্তা বা বাংক ব্যবস্তার মাধ্যমে নিজ হাতে বা নিজ দেশে থাকা নিজের ব্যাংক একাউন্ট নম্বরে টাকা ট্রানেসফার (Transfer) করতে হবে। এছাড়া অনলাইনে অনেক বিশ্বস্ত সাইট আছে যারা বাংলাদেশ ও ইন্ডিয়া বা ভারতে Bitcoin বা Coinbase একাউন্টে জমা করা অর্থ এবং Payeer, Neteller ও Perfect Money তে জমা করা অর্থ কমিশনের মাধ্যমে নগদ অর্থ বিকাশে বা নগদে  প্রদান করে থাকে। Neteller সব থেকে জনপ্রিয়। ব্যাংক একাউন্ট খোলা ও Paidverts এ সেই একাউন্ট নম্বর যোগ করার পদ্ধতি নিয়ে এবং ব্যাংক একাউন্ট থেকে নগদ টাকা নিজ দেশে নিজের হাতে পাওয়ার পদ্ধতি নিয়ে অনলাইনে অনেক তথ্য রয়েছে, আমরাও অন্য কোন আর্টিকেলে বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো/করেছি। আমাদের সাথেই থাকুন। আমাদের সাইট থেকে সমস্ত প্রক্রিয়া একের পর এক আলোচনা করা হবে/হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেবেন/পারেন। তবে মূল ব্যপার হলো অর্থ উত্তলোন এর চিন্তা বাদ দিয়ে আগে ইনকাম করতে শুরু করুন। উত্তলোন নিয়ে টেনশন করতে হবে না। আপনি ১০০% আয় করা টাকা Paidverts থেকে উঠাতে পারবেন এবং সে পথো আপনি পেয়ে যাবেন। সমস্যা হলে আমরা তো সাহায্য করার জন্য আছি। নিচে কমেন্ট/মন্তব্য করে আমাদের লিখে জানালে আমরা সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। তাহলে নো টেনশন। অর্থ উত্তোলনের ভয় বা চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে আয় করা শুর করুন Paidverts থেকে। অনলাইন ব্যাংক একাউন্ট খোলা ও Paidverts থেকে আয় করা অর্থ ওঠানো নিয়ে পরে ভাবলেও চলবে। 



Paidverts থেকে আয় ধরে রাখতে যা মনে রাখা উচিতঃ

আগেই আলোচনা করা হয়েছে Paidverts এ শুধু Ads দেখে নয় অনেক পদ্ধতির মাধ্যমে আয় করা সম্ভব। পেইডভার্টস এ গেম খেলে আয় করার অপশন রয়েছে। গেম খেললে আবার BAP অথবা Cash কেটে নেয়। এখানে থাকা গেমস গুলো মূলত এক ধরনের জুয়া। BAP/Cash খরচ করে গেম খেলতে হয় আর ভাগ্য ভালো থাকলে উইন হলে বা জয়লাভ করলে প্রচুর ইনকাম করা যায়। কিন্তু হারের সম্ভাবনা রয়েছে। 

মোবাইল দিয়ে আয়, এড দেখে ইনকাম, অনলাইনে বিজ্ঞাপন থেকে আয়, অনলাইনে সহজে আয় করার সাইট, ডলার ও টাকা আয়ের বিশ্বস্ত পিটিসি সাইট, Paidverts থেকে আয়
 পেইডভার্টস ব্যালান্স

আর আগেই বলেছি Paidverts এ BAP একটি গুরুত্বপূর্ণ বিষয় যার যত বেশে BAP থাকবে সে ততো বেশি মূল্যের Bonus Ads বা Dollar Ads পাবে। তাই অহেতুক গেম খেলে ব্যাপ হারানোর মানে হয় না। গেমে নেশা ধরবে এবং এক সময়ে সমস্ত BAP হারিয়ে শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে গেম না খেলায় ভালো। শুধু এড দেখে এবং Cash Offer এর মাধ্যমে আয় করা উত্তম। এতে কিছু হারানোর সম্ভাবনা নেই। অপর দিকে এক মোবাইল বা কম্পিউটার থেকে Paidverts এ একটি মাত্র একাউন্ট খোলা উচিৎ, নইলে একাউন্ট ব্যান বা বন্ধ হতে পারে।



Paidverts কি ভাবে আয় করেঃ

Paidverts ব্যবহারকারী দের আয়ের সুযোগ দেয় কিন্তু এতে Paidverts এর লাভ কি? হ্যা, লাভ আছে। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান হতে Paidverts বেশি মূল্য নিয়ে কমিশন রেখে কিছুটা কম মূল্য ব্যবহারকারী দের Ad দেখার বিনিময়ে দেয়। আবার ব্যবহারকারী দের আয় করা অর্থের রক্ষণাবেক্ষণ এর জন্য প্রতিদিন অল্প পরিমানে অর্থ চার্জ করে কেটে নেয়। এছাড়া প্রতিদিন সমগ্র ব্যবস্থাপনা পরিচালনার জন্য কিছু পরিমাণ BAP কেটে নেয়। ব্যবহারকারীরা ব্যাংকে টাকা উত্তোলনের সময় কিছু চার্জ কাটে। এভাবে নানা উপায়ে Paidverts আয় করে থাকে।



কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমাদের About us অপশন থেকে যোগাযোগের জন্য ই-মেইল করুন। আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে যুক্ত হয়ে কমেন্ট করতে পারেন। নিচে কমেন্ট বা মন্তব্য অপশনে ক্লিক করে মন্তব্য করুন।



সকলের শুভকামনায়----

কে-মাহমুদ

০৪-০৬-২১

2 comments

Paidverts এর balance এ কত পয়েন্ট জমা হলে ১ ডলার হবে?

কত পয়েন্ট হলে ১ ডলার হবে এটার উত্তর দেওয়ার আগে আপনার এটা জানা উচিত যে পয়েন্ট বা BAP বেশি থাকলে বড় অংকের ad আসবে তাই পয়েন্ট শুধু বড় অংকের ডলার ad পাওয়ার জন্য এবং গ্রুপের উপরে থাকার জন্যে। আপনি প্রতিদিন ডলার ad পাবেন তা ক্লিক করেই আপনাকে ডলার বানাতে হবে। অর্থাৎ পয়েন্ট ad দেখে নয় dollar ad দেখেই আপনাকে ১ ডলার বানাতে হবে। আর পয়েন্ট এড দেখে পয়েন্ট বাড়াতে হবে। বেশি পয়েন্ট থাকলে মাত্র একটি ডলার এড দেখে ১ সেকেন্ডেই আপনি ১ ডলার বানাতে পারবেন। আর পয়েন্ট কম থাকলে কম মূল্যের ডলার এড আসবে ফলে ১ ডলার বানাতে অনেক গুলো ডলার এড ক্লিক করতে হতে পারে।

আশা করি উত্তর পেয়েছেন।
ধন্যবাদ

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon