মঙ্গলবার

Dividing the bread - সহজ ও সংক্ষিপ্ত

Dividing the bread - completing story

এখানে যা থাকছে---

  • Dividing the bread
  • Dividing the bread completing story
  • Bread dividing by a cunning monkey
  • Dividing of the bread between two rats
  • Monkey and rats story

Dividing the bread,Dividing the bread completing story,Bread dividing by a cunning monkey,Dividing of the bread between two rats,Monkey and rats story
Dividing the bread

Once two rats stole a piece of bread from kitchen. একবার দুটি ইঁদুর রান্নাঘর থেকে এক টুকরো রুটি চুরি করে নিয়ে গেল।


They fell in problem in time of dividing the bread. রুটি ভাগ করতে গিয়েই সমস্যায় পড়ে তারা।

Because each of them demanding the largest part.  কারণ তাদের প্রত্যেকেই সবচেয়ে বড় অংশের দাবিদার।


After making a quarrel they both decided to go to monkey who was wise but cunning.  ঝগড়া করার পর তারা দুজনেই বানরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যে ছিল বুদ্ধিমান কিন্তু ধূর্ত।


They requested the monkey to divide the bread between them equally. 

তারা বানরকে অনুরোধ করল তাদের মধ্যে রুটিটি সমানভাবে ভাগ করে দিতে।


So the monkey got the chance to cheat them.  সুতারং বানর তাদের ঠকানোর সুযোগ পেয়েছিল।


He brought a scale. সে একটি স্কেল নিয়ে এসেছিল।



He cut the bread into two parts but one parts was clearly heaviour than other. সে রুটিটিকে দুটি ভাগে কেটেছিল কিন্তু একটি অংশ অন্যটির তুলনায় স্পষ্টতই ভারী ছিল।


He put them on the scale. সে সেগুলো স্কেলে রেখেছিল।


আরটিকেলটি ভিডিও আকারে দেখতে নিচের ভিডিও আইকনে ক্লিক করুন:

Dividing the bread,Dividing the bread completing story,Bread dividing by a cunning monkey,Dividing of the bread between two rats,Monkey and rats story

ভিডিও: Dividing the bread

As the two parts were unequal,he eat up a portion from the larger part.  যেহেতু দুটি অংশ অসমান ছিল, সেহেতু সে বড় অংশ থেকে কিছু পরিমাণ খেয়ে নিচ্ছিল।


As a result the heaviour part become smaller.

ফলে ভারী অংশ ছোট হয়ে যাচ্ছিল।


He continued this trick several times.  সে এই কৌশল বেশ কয়েকবার চালিয়ে যাচ্ছিল।


Then the two rats understood that the monkey was making them fools.  তখন ইঁদুর দুটি বুঝতে পেরেছিল যে বানরটি তাদের বোকা বানাচ্ছে।


Then they requested the monkey to give them back the remaining parts. তখন তারা বানরটিকে বাকি অংশগুলো ফেরত দিতে অনুরোধ করেছিল।


But the monkey demanded  them as his fees.  কিন্তু বানরটি সেগুলো তার পারিশ্রমিক হিসেবে দাবি করেছিল। 


Because of their misunderstands the two rats lost their bread.

তাদের ভুল বোঝাবুঝির কারণে ইঁদুর দুটি তাদের রুটি হারিয়েছে।




উচ্চারণ:

অন্স টু র‍্যাটস ইসটোল এ পিস অফ ব্রেড ফ্রম কিচেন। দে ফেল ইন প্রবলেম ইন টাইম অফ ডিভাইডিং দ্যা ব্রেড। বিকজ ইচ অফ দেম ডিমানডিং দ্যা লারজেস্ট পার্ট।আফটার মেকিং এ কুয়াররেল দে বোথ ডিসাইডেড টু গো টু মানকি হু ওয়াজ ওয়াইজ বাট কানিং। দে রিকয়েসটেড দ্যা মানকি টু ডিভাইড দ্যা ব্রেড বিটুইন দেম ইকুয়াল। সো দ্যা মানকি গট দ্যা চান্স টু চিট দেম। হি ব্রট এ এস্কেল। হি কাট দ্যা ব্রেড ইনটু টু পার্টস বাট ওয়ান পার্টস ওয়াজ ক্লিয়ারলি হেভিওয়ার দ্যান আদার। হি পুট দেম অন স্কেল। এজ দ্যা টু পার্টস অয়ার আনইকুয়াল, হি ইট আপ এ পর্শন ফ্রম দ্যা লার্জার পার্ট। এ্যাজ এ রেজাল্ট দ্যা হেভিয়ার পার্ট বিকাম এসমলার। হি কনটিনিউড দিস ট্রিক সেভারাল টাইমস। দেন দ্যা টু র‍্যাটস আনডারস্টুড দ্যাট দ্যা মানকি ওয়াজ মেকিং দেম ফুলস। দেন দে রিকয়েসটেড দ্যা মানকি টু গিভ দেম ব্যাক দ্যা রিমেইনিং। বাট দ্যা মানকি ডিমান্ডেড দেম এ্যাজ হিজ ফিস। বিকজ অফ দেয়ার মিসয়ানডারস্টান্ডিং দ্যা টু র‍্যাটস লস্ট দেয়ার ব্রেড।



ইউটিউবে আরটিকেলটি দেখতে নিচের ভিডিও আইকনে ক্লিক করুন:

ভিডিও: Dividing the bread





নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon